আমাদের কথা খুঁজে নিন

   

আরো বাংলাদেশি সৈন্য চাইলেন বান কি মুন

মঙ্গলবার এই টেলিফোন পাওয়ার পর তা বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে ফোন করে আরো এক ব্যাটেলিয়ন সৈন্য পাঠানোর অনুরোধ করেন। প্রধানমন্ত্রীও তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
“জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনবাহিনী যে যোগ্যতা ও প্রশংসা পেয়েছে এই ফোন তারই স্বীকৃতি,” বলেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও অস্থিরতার মধ্যে শান্তি মিশনে বাংলাদেশে সৈন্য চেয়ে জাতিসংঘ মহাসচিবের ফোন বাংলাদেশের ভাবমূর্তিও বিশ্ব দরবারে উজ্জ্বল করবে বলে মনে করেন ইকবাল সোবহান।

নতুন সেনা সদস্যরা কোন দেশে শান্তি রক্ষায় কাজ করবে- জানতে চাইলে তিনি বলেন, “সংস্থাটি যেখানে প্রয়োজন মনে করবে সেখানে পাঠাবে।”
বান কি- মুন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করেছেন কি না- জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “না, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলাপ হয়নি।”

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।