আমাদের কথা খুঁজে নিন

   

টেকটিউন্সের সকল বন্ধুদের জানাই বড় দিনের শুভেচ্ছাঃ Eye-Fi Mobi যাদের ক্যামেরায় ওয়াইফাই নেই তাদের জন্য বেস্ট।

শুরুতেই টেকটিউন্সের সকল বন্ধুদের জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা। Merry Christmas
আজকে আপনাদেরকে একটি অদ্ভুত জিনিষের সাথে পরিচয় করাবো। যারা Eye-Fi চেনেন তাদের জন্য Eye-Fi Mobi টি নতুন বিষয়। আসুন জেনে নেই Eye-Fi কি।
Eye-Fi হল ওয়াইফাই যুক্ত মেমরি কার্ড।

ডিজিটাল ক্যামেরায় ব্যাবহার করার জন্য তৈরি করা হয়েছে এই মেমরি। এর সবচেয়ে অদ্ভুত সুবিধাটি হল আপনি যখন একটা ছবি তুলবেন তখন সেটি অটো আপনার পিসিতে ট্রান্সফার হয়ে যাবে। আগে ছিল শুধু পিসি এবার স্মার্টফোন এবং ট্যাবলেট ও যোগ হয়েছে।

এই পাতলা মেমরিতে রয়েছে বাইল্ড-ইন ওয়াইফাই। যেকোনো পিসি অথবা অ্যান্ড্রয়েড/iOS দিয়ে ব্যাবহার করা যাবে এই মেমরি।


পিসির জন্য ড্রাইভার আছে আর অ্যান্ড্রয়েড/iOS এর জন্য আছে অ্যাপস।
৮জিবি মেমরির দাম প্রায় ৪০০০ টাকা। যাদের ক্যামেরায় ওয়াইফাই নেই তাদের জন্য এই মেমরিটি অনেক দরকারি। এতে আরো অনেক সুবিধা আছে। যেমন, ছবি বা ভিডিও ক্যাপচার করার পর সাথে সাথে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং আরো অনেক ওয়েবসাইটে অটো আপলোড হয়ে যাবে।


নতুন কিছু জানতে পারলে আমার পেজে একটা লাইক দিয়ে আসবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারাইয়েন (পাইলে তো )

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।