আমাদের কথা খুঁজে নিন

   

মাধবী লতার মত তুমি এসেছিলে

জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।

মাধবী লতার মত তুমি এসেছিলে আমার স্বপ্নগুলো জড়িয়ে, দীন হীন হয়ে আমি ঘুরছিলাম যবে আমার পথের দিশা হারিয়ে। আমায় দেখালে তুমি নতুন স্বপন একে স্বপ্নভাঙ্গার ক্ষত হটিয়ে, দুঃখের প্রভাবটুকু নিংড়ে বাহির করে সুখের আবেশটুকু জড়িয়ে। আমায় শেখালে তুমি, নতুন করে বাঁচা দুঃখ দুর্দশা ভুলিয়ে, ধ্বংসস্তূপ ভেঙ্গে ভিত্তিও গড়া যায় মায়ার পরশটুকু বুলিয়ে। তারপর একদিন যখন দাঁড়িয়ে আমি আমার হাতটি ক্ষণে বাড়িয়ে, বিদায় বললে তুমি, অশ্রু গোপন করে হাতটি আমার দিলে ফিরিয়ে। বললে সিক্ত স্বরে এসেছিলাম আমি তোমার হিম্মত দিতে ফিরিয়ে, একটি কথা শুধু বলতে পারলাম আমি হবেনা তা তোমায় এড়িয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।