আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া ১ম পার্ট

শেলির চেয়ে শাফিক ৭ বছরের ছোট। পাশাপাশি বাসায় থাকত। তাই দুজনার মাঝে বন্ধুত্ব গড়ে উঠে । কিন্ত ঝগড়া যে হতনা তা নয় । এইত একদিনের কথা শফিক ও তার বন্ধুরা হাজীর গাছের ডাব চুরি করে ছিল,শেলীকে ভাগ না দে্য়ায় সোজা গিয়ে হাজীকে জানিয়ে দেয়।

এখন শেলি কোথায় যায়?? শফিক রাগ করে কথা বলাই বন্ধ করে দিল। কিন্ত শফিক ও কম যায় না। শেলির পায়ে পায়ে দূষ ধরা তার অভ্যাস হয়ে গিয়েছিল । একবার শেলি বাসা্য় না বলে স্কুল পালিয়ে এক বান্ধবীর বাসায় যায়। খুব মজা করে....আর শেলি তা শফিকের কাছে বলবে না তা কি হয়? শেলি বাসায় এসেই শফিককে বলেছিল, শফিক ও আগ্রহ নি্যে শুনছিল,কিন্ত তার থেকে বেশী আগ্রহ নিয়ে তা শেলির আম্মুর কাছে বলে দিয়েছিল।

ছোটবেলার এসব স্মৃতি ভাবতেই শফিক খিল খিল করে হেসে উঠে ....শেলি শফিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে "কি গো মন । ঘুম না ভাংতেই এত্ত হাসি কেন?" শফিকের চেহারা উজ্জল হয়ে উঠে ,চোখে দুষ্টুমি খেলা করে, শেলির কানে কানে বলে "মুনি্য়া মনে পড়ে তোমাকে একবার লাল পিপড়ার আস্তানার উপর ধরে রেখেছিলাম" "খুব পচা" শেলি কপট অভিমানে বলে। শেলির হাতটা নিজের হাতের মাঝে নিয়ে শফিক বলে "মুনিয়া আমি যে তোমাকে অনেক ভালবাসি তাই মাঝে মাঝে একটু শাস্তি দিয়েছি। " হাতটা ছাড়িয়ে নিয়ে শেলি বলে খুব হয়েছে,এখন রেডী হও,অফিছের দেরী হোয়ে যাচ্ছে না?" কটা বাজে ? ১১টা । না দেখেই বলে শেলি জলদি কর মন,তাগদ দেয় শেলি শফিক দ্রূত প্রস্তুত হয়ে অফিসের পথ ধরে............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.