আমাদের কথা খুঁজে নিন

   

সেরা শাকিব-মাহী

এশিয়ান টিভির জনপ্রিয় শো 'মুভি বাজার'র ফেসবুক জরিপে দর্শকের মতামতে ২০১৩ সালের সেরা নায়ক হয়েছেন শাকিব খান, নায়িকা মাহী। একই সঙ্গে সেরা ছবিও নির্বাচিত হয়েছে। সেরা ছবি বিবেচিত হয়েছে 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ও 'পোড়ামন'। প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত 'মুভি বাজার' অনুষ্ঠানে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। দর্শক তাদের মতামত জানান।

অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। তিনি বলেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের ওপর দর্শক ফেসবুক পেজে তার চোখে সেরা তারকা বা বিষয়ের ওপর মতামত তুলে ধরেন। সেরা মতামতের জন্য থাকে পুরস্কার। পুরস্কারের চেয়েও বড় কথা হলো, এর মাধ্যমে সিনেমা নিয়ে নিয়মিত চর্চা করছে নতুন প্রজন্ম।

আরও প্রতিযোগিতার ফলাফল- সেরা খলনায়ক মিশা সওদাগর, আগামী দিনের নায়ক বাপ্পী ও আরেফীন শুভ, আগামী দিনের নায়িকা জয়া আহসান, আগামী দিনের পরিচালক ইফতেখার চৌধুরী, আগামী দিনের সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুন, সেরা গায়ক এস আই টুটুল ও হাবিব, সেরা গায়িকা ন্যান্সি, সেরা গীতিকার কবির বকুল ও শফিক তুহিন, সিনেমার সেরা আইডল অভিনেতা রাজ্জাক, আইডল অভিনেত্রী শাবানা প্রমুখ।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।