আমাদের কথা খুঁজে নিন

   

গুলবার্গ গণহত্যা মামলায় ক্লিনচিট মোদীকে

আপাতত স্বস্তি পেলেন নরেন্দ্র মোদী। ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় মোদীর বিরুদ্ধে ক্লিনচিট দিল আমেদাবাদের মেট্রোপলিটন কোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি বি কে গনত্রা অভিযোগকারী জাকিয়া জাফরির আবেদন খারিজ করে দেন।  

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাট দাঙ্গার সময় আমেদাবাদের গুলবার্গ হাউসিং সোসাইটি গণহত্যায় নিহত হন সাবেক কংগ্রেস সাংসদ এহসান জাফরিসহ ৬৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়।

ওই ঘটনায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।

জাকিয়ার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নামে গুজরাট দাঙ্গার বিশেষ তদন্তকারী দল (সিট)। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১২ সালে ৮ ফেব্রুয়ারি সিট-এর পক্ষ থেকে তদন্তকারী অফিসার হিমাংশু শুক্লা আমেদাবাদ মেট্রোপলিটনে নিজের রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত সেসময় নরেন্দ্র মোদীসহ ওই মামলায় আরও ৫৭ জনকে ক্লিনচিট রিপোর্ট দেয়।

সিট-এর ক্লিনচিটের বিরোধীতা করে আমেদাবাদ আদালতে পিটিশন দায়ের করেন জাকিয়া জাফরি।

এদিন জাকিয়ার সেই আবেদন খারিজ করে মোদীকে সিট-এর দেওয়া ক্লিনচিটই বহাল রাখল আদালত।

এদিকে, লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী অনেকটাই স্বস্তি পেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আদালতের রায়ের পরেই টুইট করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.