আমাদের কথা খুঁজে নিন

   

শোবিজকে মোনালিসার টা টা

বাংলাদেশের মডেলিংয়ের ইতিহাসে মোনালিসা অবশ্যই একটি উজ্জ্বল নাম। সেই মোনালিসা কোনো রকম ইঙ্গিত না দিয়ে 'ডুব' দিয়েছেন। তার এই 'ডুব' চিরদিনের জন্য বলেই জানা গেছে। অর্থাং শোবিজ জগতকে তিনি টা টা জানিয়েছেন। আর কোনো নাটকে-বিজ্ঞাপনে তাকে দেখা যাবে না বলেই নিশ্চিত করেছেন মোনালিসার ঘনিষ্ঠজনদের অনেকে।

বছরখানেক আগে মোনালিসা বিয়ে করেন আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফকে। বিয়ের পর থেকেই মোনালিসা আড়ালে নিয়ে গেছেন নিজেকে। মিডিয়া ছেড়ে মন বসিয়েছেন ব্যক্তিজীবনে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। জানা গেছে, সেখানেই স্থায়ী হয়েছেন মোনালিসা।

আবার অনেকে এটাও বলেছেন, আমেরিকায় স্থায়ী হওয়ার জন্য মোনালিসা সে দেশের প্রবাসীকে বিয়ে করেছেন।

আমেরিকায় যাওয়ার পর থেকে মোনালিসা বেশ কয়েকবার দেশে আসার কথাও চিন্তা করেছিলেন বলে জানা যায়। কেননা দেশে তার নানি অসুস্থ। এ ছাড়া মাকেও তিনি ভীষণ মিস করছেন। কিন্তু আমেরিকায় স্থায়ী হওয়ার জন্য তার সে ইচ্ছে পূরণ হয়নি।

বর্তমানে মোনালিসা আমেরিকা চাকরি খুঁজছেন বলে জানা গেছে। নিজের মনমতো চাকরি পাচ্ছেন না বলে হতাশও তিনি। চাকরি পাওয়ার পর তিনি আরও স্থির হবেন বলে জানা গেছে। ফাইয়াজ শরীফকে বিয়ে করার আগে মোনালিসার প্রেমের সম্পর্ক ছিল সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে- এমন খবর রটেছিল। দুজনের নির্জন অন্তরঙ্গ ছবি সে খবরকে মানুষের কাছে দিয়েছে বিশ্বাসযোগ্যতা।

হাবিবের সঙ্গে মোনালিসার বিয়ের সিদ্ধান্তও হয়েছিল বলে শোনা গিয়েছিল তখন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তিনি বিয়ে করেন আমেরিকা প্রবাসীকে। আমেরিকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। আয়োজকদের খরচে তিনি আমেরিকা গিয়ে তাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।

সরাসরি উঠেছিলেন আত্দীয়র বাসায়। সেখান থেকেই ফাইয়াজকে দেখে হুট করেই বিয়ে করে বসেন মোনালিসা। খবরটি তখন বেশ আলোচিত হয়েছিল। মডেল ও অভিনয় জীবনে মোনালিসা মডেলিংটাকেই বেশি গুরুত্ব দিতেন। নিজের পরিচয় দিতে গিয়ে মডেল বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

আমেরিকাতে যাওয়ার আগে সর্বশেষ তিনি একটি কোমলপানীয় এবং একটি অ্যারোমা কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন। ১৯৯৭ সাল থেকে মোনালিসা তার কাজের মাধ্যমে বিজ্ঞাপন জগতে মডেলিংয়ে আদর্শ হিসেবে নিজেকে উপস্থাপন করেন। অভিনয়েও ছিল তার সমান গ্রহণযোগ্যতা।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.