আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীন নেতাদের আচরন কতটুক শিক্ষনীয়?????

আমার রাজ্যের রাজা আমি। আমার সাফল্,আমার সব সিদ্বান্ত নেবার মালিক আমি। আমার ব্যর্থতা,আমার সব সিদ্বান্তই ভূল।

স্কুল জীবনের এক বন্ধুর সাথে অনেক দিন পর দেখা। আমরা বিভিন্ন জায়গায় পড়াশুনা করলেও সে এলাকাতেই থেকে গেছে।

ডিগ্রী কোর্সে ভর্তি হয়ে এলাকাতে রাজনীতি করছে প্রধান রাজনৈতিক যে কোন এক দলে। কথায় কথায় সে শুনিয়ে দিল তার রাজনৈতিক আদর্শ ব্যাক্তি, মতামত, পরিকল্পনা.................



দেশের প্রধান রাজনৈতিক দল দুটি। ঘুরে ফিরে পাচ বছর পর পর ক্ষমতা তাদের হাতেই থাকে যার কারনে একদম গ্রামো মেম্বার থেকে সিটি মেয়র সবাই এই দুটির কোন এক দলেরই থাকে। দুটি দলেই রয়েছে অনেক প্রবীন নেতা এমনকি দলের দুই নেত্রীরও বয়স প্রায় শেষের দিকে। খুব বেশী হলে আর ৫-৭ বছর এর পর হয়ত নতুন মুখ দেখা যাবে।

আপনি যে দলেরই কথা বলেন না কেন তাদের রাজনৈতিক ধর্ম প্রায় একই। জনগনের সার্থে এরা কাজ করে না বরং তাদের সার্থে জনগনকে কাজে লাগায়। আবার এদেরই অংশ হল ছাএ সংগঠন গুলো। ভবিষ্যত রাজনৈতিক প্রবীন নেতাদের অভাব পূরন করবেন তারাই। কিন্তু বর্তমান প্রবীন নেতারা কি আদর্শ রেখে যাচ্ছে নবীন সব ছাএ নেতাদের মাঝে।

আজ এই দল অবরোধ করছে হরতাল করছে অন্য দল বাধা দিচ্ছে তৈরি হচ্ছে হানাহানি, একজন অন্য আরেক জন সম্পর্কে অশালিন ভাষা ব্যাবহার করছেন একই ভাবে অন্য জন তার জবাব দিচ্ছে হচ্ছেন জনগনের সামনে হাসির পাএ। এসব প্রবীন নেতাদের কাছে আমরা এসব কখনই আসা করি না। যেখানে ভবিষ্যত দেশ গড়ার কারিগরদের শিক্ষক হিসেবে তাদের দ্বায়িত্ব নবীনদের সঠিক পথ দেখানো সেখানে তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। এখন যারা প্রবীন তারা স্বাধীনতার পর থেকেই রাজনীতিতে আছেন তারা যে যার নিজের আদর্শে রাজনীতি করেন একবার ভেবে দেখুন আপনাদের দেখে শিখছি আমরা। আপনাদের কি মনে হয় নিজেদের বিবেকর কাছে প্রশ্ন করুন আপনারা যা করছেন কতটুক যৌক্তিক।

আমরা কি শিখব আপনাদের থেকে আপনার কি আমাদের সঠিক পথ দেখাচ্ছেন??????? ভেবে দেখুন আপনারা আমদের যা শিক্ষা দিচ্ছেন সেটাই আগামির অলিখিত সংবিধান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.