আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে আসছে সনির নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভ

জাপানের ইলেকট্রনিক জায়ান্ট সনি বাজারে আনছে নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভ 'এইএসএম-এসএ১'। সনির নতুন ইউএসবি ড্রাইভটি ব্যবহার করা যাবে একই সঙ্গে মাইক্রো ইউএসবি পোর্ট এবং সাধারণ ইউএসবি পোর্টে।

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াই-ফাই অথবা ইউএসবি কেবল ছাড়াই যে কোনো মোবাইল ডিভাইস এবং পিসিতে বসংযোগ দেওয়া যাবে ‘এইএসএম-এসএ১’। ফলে পছন্দের ফটো, ভিডিও বা জরুরি কাজের ফাইলগুলো ইউএসবি ড্রাইভটিতে ব্যাকআপ হিসেবে রাখা যাবে যে কোনো ডিভাইস থেকে খুব সহজেই।

উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাস থেকেই বিক্রি শুরু হবে সনির নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভের। ৮ জিবি মেমোরির ‘এইএসএম-এসএ১’-এর দাম হবে ১৭.৯০ ডলার, ১৬ জিবির দাম হবে ২৬.৯০ ডলার এবং ৩২ জিবির মডেলটির দাম হবে ৪৩.৯০ ডলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.