আমাদের কথা খুঁজে নিন

   

হটাও বাঁকশাল, বাঁচাও দেশ,বাঁচাও গনতন্ত্র



গতকিছু দিন যাবত এক শ্রেণীর দালাল বক বক করতে ছিল যে বিএনপি নাকি আবরোধ ডেকে জ্বালাও পোড়াও করতেছে, ব্যবসায় বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, দেশের ক্ষতি করতেছে, তারা কেন শান্তিপূর্ণ প্রতিবাদ করছে না, শান্তিপূর্ণ বিক্ষোভ করছে না... ব্লা ব্লা আরও কত যে কি। ওকে, বিএনপি সব দোষ মেনে নিয়েছে, তারা অবরোধ ডাকা বন্ধ করে দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে।

'মার্চ ফর ডেমোক্রেসি' ব্যানারে ঢাকা মুখি গণ যাত্রার ডাক।

এবার দেখুন শান্তিপূর্ণ এই গণতান্ত্রিক সমাবেশকে দমাতে আওয়ামিলীগ হায়েনারা কি করতেছে!!!

* খালেদা জিয়া অবরুদ্ধ, নেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

* খালেদা জিয়ার বাসা-অফিসে পুলিশের কড়াকড়ি অব্যাহত।



* বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

* 'মার্চ ফর ডেমোক্রেসি'কে সামনে রেখে বকুল-শাম্মীর পর মিন্টুর ছেলেও আটক।

* বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরএ গণি আটক।

* যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ৩ শতাধিক গণগ্রেপ্তার।

* রাজধানীতে যৌথবাহিনীর অভিযান : প্রথম দিনে গ্রেফতার অর্ধশতাধিক, পুলিশ বলছে ২৫।



* ফরিদপুরে জাতীয় পতাকা বানানোর সময় অলোক সেন নামের এক দর্জীকে আটক!

* 'মার্চ ফর ডেমোক্রেসি'র বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান : সৈয়দ আশরাফ

* কাউকে সন্দেহ হলেই পুলিশে দেয়ার নির্দেশ কামরুলের।

* রবিবার কোনো ধরনের পরিবহন না চালানোর আহ্বান নাসিমের।

* ‘গণতন্ত্রের অভিযাত্রা’ প্রতিরোধের আহ্বান আওয়ামী লীগের ।

* বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না: বনমন্ত্রী

* বিএনপিকে ২৯ ডিসেম্বরের অভিযাত্রা করতে দেয়া হবে না : আব্দুল লতিফ সিদ্দিকী

এবার বলুন বিএনপি কেন হরতাল অবরোধ ডাকবে না??
হায়েনারা তো তাদেরকে স্বাভাবিক গণতান্ত্রিক অধিকারও পালন করতে দিচ্ছে না।

আপনিই বলুন, এখন আর কি করবে??? তারা কি বসে বসে আঙ্গুল চুষবে?? দেশ কি আওয়ামিলীগের একার??

তাদের অন্যায়, অত্যাচার, জুলুম-নির্যাতন,দুর্নীতি-লোটপাটের বিরুদ্ধে কি কেউ কোন প্রতিবাদ করতে পারবে না???

আজ থেকে কোন শূয়রের বাচ্চা যদি বিএনপির হরতাল- অবরোধ ডাকার বিরুদ্ধে আর কোন কথা বলে, তাকে টয়লেটের জুতা দিয়ে পেটাতে পেটাতে কমোডে ঢুকিয়ে ফ্ল্যাশ করে দিব!!
গর্জে উঠ বাংলাদেশ
হায়েনাদের দিন শেষ!!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।