আমাদের কথা খুঁজে নিন

   

দারুণ উৎকন্ঠা মনে




চেয়ে আছি দারুণ উৎকন্ঠা মনে
কী হতে যাচ্ছে বাংলার উন্মুক্ত প্রাঙ্গণে?
হবে কী বলাৎকার জনতার অধিকার?
বারবার;
কী খেলায় উঠলো মেতে ভাগ্য বিধাতার।

হতে পারে নাশ মানুষের মহামূল্য জীবন,
টলে যেতে পারে বিধাতার ময়ূর সিংহাসন ।

মানুষের দেশে মানুষেরা কেন মরবে?


মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?
আর কতকাল তা থাকবে?

বিয়াল্লিশ বছর পেরুলো স্বাধীনতার
মানুষের অধিকার প্রতিষ্ঠার
মাথা উঁচু করে দাঁড়াবার।

তারপরও কেন মানবতারা আজ কাঁদে বারবার।


এটাই কী একমাত্র সমাধান?

সংঘর্ষ বাঁধবে রক্ত গঙ্গা বইবে
রক্তের প্লাবণে জীবন দানে
বঞ্চিত মানবতা আর কতকাল সইবে?

কেন এত ব্যবধান?
অশান্তির ঝড় ,মৃত্যুর দূত
হানাহানি বিদ্যমান ।




আঁকাশে কী উড়তে পারে না শাদা পায়রা

শান্তির দূত হয়ে;

অযাচিত সব লোভ; বিদ্রোহ বিক্ষোভ

হতে কী পারে না শেষ?

দূর কভু কী হতে পারে না
বাংলার মানুষের সকল কষ্ট ক্লেশ।


সবাই মিলে গড়তে পারি সমৃদ্ধ এক দেশ
যেখানে থাকবেনা কোন হানাহানি, হিংসা আর বিদ্বেষ।


ওহে প্রভুর দল;
ক্ষমতার দ্বন্দ্বে কেন এত মাতোয়ারা তোমরা
শুধুই মানুষ মারার ছল।

দারুণ আশংকা মনে
আছি চেয়ে পথ পানে।


কে আসবে?

শান্তির দেবদূত !
নাকি চির অন্ধকার,
নৃশংস ধ্বংসের জমদূত।





 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।