আমাদের কথা খুঁজে নিন

   

মোটরসাইকেলে আরোহী বহনে নিষেধাজ্ঞা

শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার বাংলামোটরে মোটরসাইকেল থেকে বাসে ছোড়া পেট্রোল বোমায় হতাহতের ঘটনার পর এ সিদ্ধান্ত এলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেলে চালকের সাথে অন্য আরোহী চড়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড (পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি) চালিয়ে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত  করছে।

ফাইল ছবি

“তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধকল্পে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-৮৮ অনুসরণ করে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
ফাইল ছবি
পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সময়ে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিতেও হাতবোমা নিক্ষেপের ঘটনায়ও মোটরসাইকেল ব্যবহার হতে দেখা গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।