আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের উড়ন্ত সূচনা

যুব এশিয়া কাপের গত আসরে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ অনূধর্্ব-১৯ ক্রিকেট দল। এবার দেশ ছাড়ার আগে যুব দলের অধিনায়ক মেহেদি হাসান জানিয়েছিলেন, সেমিফাইনাল খেলাই টার্গেট। সে টার্গেটের প্রথম সিঁড়িটা গতকাল বেশ ভালোভাবেই ডিঙিয়েছে জুনিয়র টাইগাররা। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে অনূধর্্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। একই দিন জয় পেয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

ভারত ১৮৯ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে, পাকিস্তান ১৩২ রানে নেপালকে এবং আফগানিস্তান ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

গত আসরে কাতারকে ৩২৮ রানের পাহাড়সমান ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। ওই ম্যাচে ২০৯ রান করেছিলেন সৌম্য সরকার। এখন জাতীয় দলের হয়ে খেলছেন সৌম্য। ওই ম্যাচে কাতারকে ৩৫ রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পেসার আবু হায়দার।

১০ রানে নিয়েছিলেন ৯ উইকেট। সেই হায়দার গতকাল আবারও ধসিয়ে দিয়েছেন মালয়েশিয়াকে। তার বিধ্বংসী বোলিংয়েই মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে আসিয়ানভুক্ত দেশটি। হায়দার ৮ ওভার স্পেলে ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। হায়দারের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়ার পক্ষে একমাত্র দুই অঙ্কের রান করেন ইসমাইল ১৫।

মালয়েশিয়ার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে অতিরিক্ত খাত থেকে ১১। জুনিয়র টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও জুবায়ের রহমান ২টি এবং একটি উইকেট নেন নিহাদুজ্জামান। ৫১ রানের টার্গেটে খেলতে নেমে ১০.২ ওভারেই জয়ের বন্দরে পেঁৗছে যায় যুবারা। ওপেনার জাকির হাসান ১৪ রানে সাজঘরে ফিরলেও অপরাজিত থাকেন শাদমান ইসলাম ২৫ ও জয়রাজ শেক ১০ রানে।

আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে।

প্রতিপক্ষ আফগানিস্তান। গত আসরে আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছিল বাংলাদেশ অনূধর্্ব-১৯ দল। আজ যদি জুনিয়র টাইগাররা হারাতে পারে আফগানিস্তানকে, তাহলে সেমিফাইনাল নিশ্চিত হবে। অন্যদিকে হেরে গেলে অপেক্ষায় থাকতে হবে ৩১ ডিসেম্বরের শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত। যুব এশিয়া কাপের ফাইনাল ৪ জানুয়ারি।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত প্রথমে ব্যাট করে হারওয়াদকারের (১০১) সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২০ রান করে। জবাবে স্বাগতিক ইউএই ৪০.১ ওভারে গুটিয়ে যায় ১৩১ রানে। সামী আসলাম (১০৮) ও হাসান রাজার (১০০) জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১১ রান করে। জবাবে নেপাল ৭ উইকেটে ১৭৯ সংগ্রহ করে। তবে চমক সৃষ্টি করেছে আফগানিস্তান।

গত আসরের সেমিফাইনালিস্টরা হারিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তান ১৫ হাতে রেখেই তুলে নেয় জয়।

 

সংক্ষিপ্ত স্কোর

মালয়েশিয়া অনূধর্্ব-১৯ : ৫০/১০, ২৫.২ ওভার ( ইসমাইল ১৫, অতি. ১১। মুস্তাফিজুর রহমান ২/১৭, আবু হায়দার ৫/৮, নিহাদুজ্জামান ১/১০, জুবায়ের হোসেন ২/৭)।

 

বাংলাদেশ অনূধর্্ব-১৯ : ৫১/১, ১০.২ ওভার ( সাদমান ইসলাম ২৫*, জাকির হাসান ১৪, জয়রাজ শেক ১০*। প্রাণদ্বীপ সিং ১/২৫)।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.