আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে ভয়টা করছিলাম তা বাস্তবে ফলে গেল



আজ দেখলাম, কে যেন বঙ্গ-বন্ধুর ছবির উপরে পা দিয়ে দাড়ায় ছবি তুলে শেয়ার করেছে। । খুবই খারাপ লাগলো । ।

বঙ্গ-বন্ধুর কোন দোস না থাকলেও হাসিনার রাগ তারমত লোকের উপরে পড়লো ।

। আমি মনে করি হাসিনা তার বাপের উপরে মানুষের শ্রদ্ধা ভক্তি কমানোর জন্য বেশ কিছু কাজ নিজেই করেছেন । ।

যেমন, ১ থেকে ৫০০ টাকার নোটে তার বাবার ছবি জোর করে বসিয়ে অন্য জাতীয় নেতাদের ছোট করেছেন । ।

এছাড়া এর একটা ব্যাড ইফেক্ট হচ্ছে ৫০০টাকার নোট না পারলেও যে কেউ কিন্তু ২০ টাকার নোট সহজেই বাথরুমে ফেলে দিয়ে ছবি শেয়ার দিয়ে বলবে বঙ্গ-বন্ধু বাথরুমে । । বিষয়টা আমি মনে করি হাসিনার বুদ্ধিদাতারা ভেবে দেখেনি । ।

মোরাল : নিজের ভুল মেনে নেবার মানষিকতা না থাকলে সব কিছুই হারাতে হয় ।



বি:দ্র: কাউকে ছোট বা বড় করা আমার উদ্যেশ্য নয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.