আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামিলীগের নির্মমতা আর কত পৈশাচিক হতে পারে ?

আওয়ামিলীগ বলে আমি ছাগু বি এন পি বলে আমি ভাদা । আমার অপরাধ আমি পাকি রাজাকার ও ভারতীয় দালাল দুইটাকেই দৌড়ের উপ্রে রাখি

যে সংবিধানের দোহায় দিয়ে হাসিনা এখনো ক্ষমতা দখল করে আছে বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আজকে পুলিশ পাহারায় ছাত্রলীগকে দিয়ে নির্মম ভাবে পিটানো হয়েছে আইনজীবিদের।

পালন করা হয়েছে ২ দিনের অঘোষিত অবরোধ। ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে রেল পথ , নৌ পথ , সড়ক ও আকাশ পথ। সারা দেশে গণগ্রেপ্তার করা হয়েছে।

আজ ঢাকাতেই ৮০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। (সূত্র প্রথম আলো )

এটি কোন গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট হতে পারেনা। এটি হিংস্রতার নির্মম বহিঃপ্রকাশ। আমরা এ ঘঠনার জন্য ঘৃণা মিশ্রিত নিন্দা জানাই।

তবে যে কোন শিক্ষিত -সচেতন মানুষ বুঝবে যে খালেদাজিয়ার সমাভেশ সফল না হলেও পৃথিবী ও দেশের মানুষ অবশ্যই এ নির্মম অগণতান্ত্রিক ও সহিংস ঘঠণার তীব্র নিন্দা জানাবে।

কিছু দলকানা ছাড়া সবাই মর্মাহত হবে।

একটি সোনালী ভোরের অপেক্ষায় বাংলাদেশের ১৮ কোটি অসহায় মানুষ । ৯১ এর মত এবারও স্বৈরাচারের পতন হবে। এরশাদের পতনের পর এট নিশ্চিত করে বলা যায় যে এরশাদ এর জাতীয় পার্টি আর কোনদিন বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবেনা। আওয়ামিলীগের অবস্থাও তাই হবে।



নূন্যতম বিবেক-বুদ্ধি যার আছে সে কখনো আওয়ামিলীগের মহিলা আইনজীবিদের লাঞ্চিত করাকে সমর্থন করবেনা করতে পারেনা ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.