আমাদের কথা খুঁজে নিন

   

‘প্রেসক্লাবে জঙ্গিগোষ্ঠীর বৈঠকের খবর পুলিশের হাতে’

তিনি বলেছেন, প্রেসক্লাবে একটি ‘জঙ্গিগোষ্ঠীর’ বৈঠকের খবরও পুলিশের কাছে রয়েছে।
নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোববার বিরোধী দলের ঢাকা অভিযাত্রা ও সমাবেশ কর্মসূচির ঘোষণার মধ্যে জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী সাংবাকিদের সঙ্গে প্রেসক্লাবে এবং বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্টে সংঘর্ষ হয় সরকার সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ঢিল ছোড়াছুড়ি হয়।
পরে প্রেসক্লাবের ভেতরেও দুই দলের সমর্থক সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


এই দুই ঘটনা প্রসঙ্গে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে বেনজির বলেন, “জাতীয় প্রেসক্লাব ও হাই কোর্টকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে একটি বিশেষ গোষ্ঠী। বিশেষ করে প্রেসক্লাবে একটি জঙ্গিগোষ্ঠীর মিটিং করার খবরও পুলিশের কাছে রয়েছে। ”
পুলিশ রোববার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই উচ্চ আদালতে ঢুকেছিল জানিয়ে তিনি বলেন, “আইনজীবী পরিচয়ের আড়ালে বহিরাগত, এমনকি ক্যাডাররাও কাল আদালতের ভেতরে ছিল। ”
রোববারের ঘটনা খতিয়ে দেখতে আদালতের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করারও আহ্বান জানান পুলিশ কমিশনার।

ফাইল ছবি

গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে পথ আটকানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি বেনজির।


ফাইল ছবি
এ বছর চার দেয়ালের মধ্যে থেকে যার যার পরিবারেরর সঙ্গে ইংরেজি নববর্ষ উদযাপন করার জন্য নগরবাসীকে তিনি পরামর্শ দেন।
নববর্ষের রাতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “মঙ্গলবার রাত ৮টার পর থেকে এসব এলাকায় নাগরিকদের যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে। ”
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পযর্ন্ত গুলশান, বানানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে প্রবেশের জন্য শুধু কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে হলে পুরনো হাইকোর্ট-দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট-পশালীমোড় রুট ব্যবহার করা যাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.