আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজারে র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ১৫

মৌলভীবাজার সদর উপজেলার দুটি গ্রামে গতকাল রাতে র‍্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতির সময় ডাকাতদের হামলায়  ১৫জন আহত হয়েছে। এসময় ডাকাতরা প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

হাসপাতালে চিকিত্সাধিনরা জানান, গতকাল রাত ১২টার দিকে চাঁদনীঘাট ইউনিয়নের ঢেউপাশা গ্রামের ওয়াপদা সড়কের উপর  ডাকাতরা নিজেদের র‍্যাব ও পুলিশের লোক বলে পরিচয় দিয়ে ঘন্টাব্যাপী যাত্রীদের কাছ থেকে ডাকাতিকালে রামদা দিয়ে কুপিয়ে ১৪ জন যাত্রীকে আহত করে তাদের কাছ থেকে নগদ টাকা ও ৮টি মোবাইল সেট লুট করে দ্রুত স্থান ত্যাগ করে। রাতেই আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাত দেড়টার দিকে একই ইউনিয়নের মল্লিকসরাই গ্রামের আজাদ মিয়া (ভলা) বাড়িতে ডাকাতরা হানা দেয়। এসময় ডাকাতরা ঘরের ভেতর প্রবেশ করে স্টিল আলমীরা ভেঙে নগদ দেড় লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  এ ঘটনায় ডাকাতের হামলায় আহত সুজন মিয়া (৩২)কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.