আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দল দায়িত্বশীল নয়

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের ঢাকার কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং করেছে সরকার। এতে অভিযোগ করা হয়েছে, বিরোধী দল দায়িত্বশীল আচরণ করছে না বরং তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলোর দোষ সরকারের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইইউ কূটনীতিকদের এ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী ও পররাষ্ট্র সচিব শহিদুল হক। যুক্তরাজ্য, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও ডেনমার্কের কূটনীতিকদের উপস্থিতিতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বর্তমান সরকার ও সংবিধানের ধারাকে 'অবৈধ' বললেও বিরোধীদলীয় নেতা মার্চ ফর ডেমোক্রেসিতে ব্যবহার করতে যাওয়া গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করছিলেন। এটি স্ববিরোধী অবস্থান। বিরোধী দল গণতন্ত্রের নামে এই কর্মসূচি নিলেও তারা গণতন্ত্রের অন্যতম ভিত্তি নির্বাচনের জন্য কখনোই তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেয়নি। সে কারণে তারা নির্বাচনের অংশ নেওয়ার জন্যও প্রস্তুত ছিল না। এর মাধ্যমে প্রমাণ হয় যে বিএনপি এবং তাদের ১৮ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বিশ্বাস করে না, যদিও নির্বাচনের প্রাক-প্রস্তুতিতে তাদের বারবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কখনোই দায়িত্বশীল সহযোগীর আচরণ করেনি। বরং তাদের সন্ত্রাসবাদী কার্যক্রমগুলোর দোষ সরকারের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। দায়িত্বশীল সরকার হিসেবে আমরা কখনোই রাষ্ট্রের মূল্যবোধ ও নীতিকে বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে নষ্ট হতে দিতে পারি না। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার ঢাকার কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্য কোনো চেষ্টাই বাকি রাখবে না। ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনীতিকদের মিশন, বাসভবন, স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইইউ কূটনীতিকরা তাদের নিরাপত্তার বিষয়টিকে সরকার বিশেষ গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.