আমাদের কথা খুঁজে নিন

   

দাম বৃদ্ধির ক্ষমতা দিয়ে পল্লী বিদ্যুতায়ন 

দেশের প্রত্যন্ত অঞ্চলে সমিতির মাধ্যমে বিতরণকৃত গ্রামাঞ্চলের বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষমতা দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল, ২০১৩ পাস হয়েছে। একই সঙ্গে নিজস্ব জনবল নিয়োগের ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০১৩ গতকাল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। জনমত যাচাইসহ বিভিন্ন সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল, ২০১৩টি স্থগিত রাখা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হিসেবে স্থগিত রেখে সরাসরি আইন প্রণয়ন কার্যাবলি গ্রহণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল, ২০১৩ আইনে বলা হয়েছে, বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। ১২ সদস্যের সমন্বয়ে বোর্ড গঠিত হবে। বোর্ড বিদ্যুৎ উপাদন, রূপান্তর ও বিতরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারবে। বিদ্যুৎ বিক্রির জন্য মূল্যহার নির্ধারণ ও বিক্রির জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ট্যারিফ প্রস্তাব করতে পারবে।

নিজস্ব জনবল নিয়োগ করতে পারবে। বকেয়া পাওনা আদায়ে পাবলিক রিকভারি অ্যাক্ট, ১৯১৩ প্রয়োগ করতে পারবে। প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে পারবে। বৈদেশিক অনুদান ও ঋণ গ্রহণ করতে পারবে। ব্যবসায় অংশগ্রহণ, সরকারি বা বেসরকারি অংশীদারিত্বে অন্য কোনো সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে ও চুক্তিবদ্ধ হতে পারবে। সমিতি নিবন্ধীকরণ, রাজস্ব আয় বৃদ্ধির উদ্দেশ্যে বিধি-প্রবিধি প্রণয়ন করতে পারবে। যে কোনো বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিদ্যুৎ কিনবে। তবে আইনের ৩১ বিধি বলে বোর্ড সমিতিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করা যাবে না। বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড অর্ডিন্যান্স, ১৯৭৭ রহিত করে সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলা ভাষায় নতুন আইন প্রণয়নের প্রয়োজনে আইনটি প্রণীত হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিলটি পাস করার জন্য গতকাল সংসদে পেশ করেন। 'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০১৩ গতকাল জাতীয় সংসদে পাস হয়েছে। এতে কমিশনের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিধান সংযোজন করা হয়েছে। বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.