আমাদের কথা খুঁজে নিন

   

জুলাই থেকে পিএসআই প্রথা থাকছে না

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় একথা বলেন তিনি।
গোলাম হোসেন বলেন, আগামী বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে।
“জুলাই মাস থেকে পিএসআই প্রথা উঠে গেলে কোনো সমস্যা হবে না। একই সময় থেকে শুল্কায়নে ওয়েবভিত্তিক নতুন সফটওয়ারও চালু হচ্ছে। ”
প্রাক-বাজেট আলোচনায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বাজেটে অন্তর্ভুক্তির জন্য বেশকিছু প্রস্তাব তুলে ধরা হয়।

শিল্পায়নে গতি আনতে বেশকিছু পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর প্রস্তাব করা হয়।
মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমিয়ে এক দশমিক পাঁচ শতাংশ, মৌলিক কাঁচামালে দুই দশমিক পাঁচ শতাংশ ও মধ্যবর্তী কাঁচামাল আমদানিতে সাত দশমিক পাঁচ শতাংশ শুল্কহারের প্রস্তাব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বর্তমানে এই তিন স্তরে যথাক্রমে তিন, পাঁচ ও ১২ শতাংশ হারে শুল্ক আরোপিত রয়েছে।
কাঁচামাল ও প্রস্তুত পণ্যে একই শুল্কহারের উদাহরণ তুলে ধরে চেম্বার সভাপতি বলেন, বৈদ্যুতিক সরঞ্জামের কাঁচামাল হিসেবে ব্যবহৃত ইউরিয়া রেজিনস আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। আবার এই কাঁচামাল থেকে তৈরি পণ্য আমদানিতেও একই পরিমাণ শুল্ক দিতে হয়।


দেশীয় শিল্প রক্ষা করতে হলে প্রস্তুত পণ্যের চেয়ে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
জাহাজ আমদানির চেয়ে স্থানীয়ভাবে জাহাজ নির্মাণশিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেন তিনি।
এছাড়াও সভা থেকে গুঁড়ো দুধ, শিক্ষার্থীদের ব্যবহƒত কাগজ জাতীয় পণ্য ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
আগামী বাজেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয় সভা থেকে।
ব্যবসায়ীদের এসব প্রস্তাবনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, “যেসব পণ্য উৎপাদনে আমরা ভালো করছি, সেসব পণ্যের কাঁচামালের ওপর শুল্কহার কমানোর ক্ষেত্রে জোর দেওয়া হবে।


সভায় ব্যবসায়ী নেতাদের মধ্যে নেতাদের মধ্যে চেম্বারের জেষ্ঠ্য সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ও মাহবুবুল হক চৌধুরী বাবর।
সভায় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ মো. আমিনুল করিম ও চট্টগ্রাম কাস্টম কমিশনার মাসুদ সাদিক উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।