আমাদের কথা খুঁজে নিন

   

‘উনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না’

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে নিজের নির্বাচনী এলাকায় এক পথসভায় তিনি বলেন, “উনি চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে। স্পষ্ট করে বলতে চাই, তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। ”

যুদ্ধাপরাধীদের ‘বাঁচানোর চেষ্ট ‘, ‘মানুষ হত্যা’, মানুষ ‘পুড়িয়ে মারা’ ও ‘গাছ কাটা’ বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “একটা মামলার রায় বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোরও হবে।



রংপুরের পীরগঞ্জে ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভায় নিজের নির্বাচনী আসনের ভোটারদের কাছে ভোট চান তিনি।

ফাইল ছবি

শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের এই আসনে প্রার্থী হয়েছি। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ”

বিএনপি-জামায়াত জোট দেশের স্বাধীনতা চায়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “তারা গরিবের কল্যাণ চায় না। তার লুটপাট বোমা হামলায় ব্যস্ত।

গরিবের পেটে লাথি মারতে দিনের পর দিন হরতাল অবরোধ দিচ্ছেন। ”

বিরোধী দলীয় নেতা গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, “গরিব বাঁচুক তা তারা চায় না। গরিবের পেটে তারা লাথি মারছে, তাদের কাজ করে খেতে দিচ্ছে না। এটা বন্ধ করতে হবে।



মানুষ শন্তি ও উন্নতি চায় মন্তব্য করে তিনি বলেন, এটা নিশ্চিত করাই আওয়ামী লীগের উদ্দেশ্য।

(বিস্তারিত আসছে)
ফাইল ছবি

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।