আমাদের কথা খুঁজে নিন

   

বছরের শীর্ষ দশ গেইম

এ বছরের শীর্ষ দশটি ভিডিও গেইমের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। ফোর্বসের সে প্রতিবেদনের আলোকে আপনাদের সামনে ক্রমানুসারে তুলে ধরা হলো শীর্ষ দশ গেইমের সে তালিকাটি--
 



১. বায়োশক ইনফিনিট
বায়োশক ইনফিনিট গেইমটিকে এক নম্বরে স্থান দিয়েছে ফোর্বস। এর অপূর্ব ডিজাইন এবং গল্পই গেইমটিকে আকর্ষণীয় করে তুলেছে। গেইমটির ডিজাইন করেছেন কেন লেভিন এবং তৈরি করেছে গেইমিং প্রতিষ্ঠান ইরর্যা শনাল গেইমস। আর অসাধারণ এ গেইমটি বাজারে নিয়ে এসেছে ২কে গেইমস।


 



২. সিভিলাইজেশন ভি: ব্রেভ নিউ ওয়ার্ল্ড
এ বছর ২কে গেইমস বাজারে নিয়ে এসেছে আরেকটি গেইম ‘সিভিলাইজেশন ভি: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। গেইমটির আগের একটি সংস্করণ রয়েছে। এটি স্ট্র্যাটেজিভিত্তিক একটি গেইম। দ্বিতীয় সংস্করণের এ গেইমটিতে একটি নতুন সংস্কৃতির বিজয় সম্পর্কে জানানো হয়েছে এবং আগের সংস্করণের চেয়ে এতে কূটনৈতিক অপশন বৃদ্ধি করা হয়েছে। সবমিলিয়ে গেইমটিকে একটি দুর্দান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্ট্র্যাটেজিক গেইম পছন্দ করেন এমন গেইমাররা গেইমটি বেশ উপভোগ করবেন। স্ট্র্যাটেজিক এ গেইমটির নির্মাতা ফায়রাক্সিস গেইম।
 



৩. গন হোম
এ গেইমটি প্রমাণ করে দিয়েছে গেইমারের মনোযোগ আকর্ষণ করতে অ্যাকশন বা যুদ্ধের প্রয়োজন পড়ে না। গেইমটিতে গেইমারকে নিজের হারিয়ে যাওয়া পরিবারের কী হয়েছে তা জানার জন্য একটি খালি বাড়িতে বিভিন্ন সূত্র খুঁজতে হবে। গেইমটি নির্মাণ এবং বাজারজাত করেছে ফুলব্রাইট কোম্পানি।

ভিন্নধর্মী এ গেইমটি সম্পর্কে ফোর্বস মন্তব্য করেছে এটি চিত্তাকর্ষক, চিন্তাপূর্ণ এবং আবেগের দিক থেকে চ্যালেঞ্জিং একটি গেইম।
 



৪. গানপয়েন্ট
মজার গেইম খেলতে আগ্রহীদের জন্য এটি উপযুক্ত এমনটাই মন্তব্য ফোর্বসের। গেইমটির ডায়ালগগুলো যেমন মজার, ঠিক তেমনই এর অ্যাকশনগুলোও আসক্তি সৃষ্টি করার মতো। এমনকি গানপয়েন্ট গেইমটির নির্মাতা প্রতিষ্ঠানের নামটিও বেশ অদ্ভুত। গেইমটি তৈরি করেছে সাসপিশাস ডেভলপমেন্ট।


 



৫. মোনাকো: হোয়াট’স ইয়োরস ইস মাইন
এর মূল মজা পেতে হলে গেইমটি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে হবে। গেইমটিতে মোট আটজন মিলে ড্যানি ওশন নামের একটি গ্যাং-এর অধীনে চুরি করতে হবে। গেইমটি মাল্টিপ্লেয়ারে খেললে একে অপরকে সহযোগিতা না করলে মিশন কমপ্লিট করা সম্ভব হবে না। তবে গেইমার চাইলে সিঙ্গল প্লেয়ার মোডেও খেলতে পারবেন। গেইমটি তৈরি করেছে পকেটওয়াচ গেইমস।

আর বাজারে নিয়ে এসেছে মাজেস্কো এন্টারটেইনমেন্ট।
 



৬. পেপারস, প্লিজ
গেইমটিতে আপনাকে একজন নির্ধারকের ভূমিকা পালন করতে হবে। আর্সটোটজাকান বর্ডারে আপনার কাছে বিভিন্ন প্রবাসী আসবে এবং বর্ডার অতিক্রমের অনুরোধ জানিয়ে আপনাকে তাদের ঘটনা বলবে। ঘটনাগুলো শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে অতিক্রম করতে দিবেন আর কাকে দেবেন না। অন্যধারার এ গেইমটি তৈরি করেছে লুকাস পোপ।


 



৭.দ্য লাস্ট অফ আস
চমৎকার গ্রাফিক্স, শব্দ, পটভূমির একটি গেইম হচ্ছে দ্য লাস্ট অফ আস। গেইমিং কনসোলের গেইমগুলোর মধ্যে এটিকে বছরের সেরা গেইমসের উপাধি দেওয়া যায়। সনি প্লেস্টেশন ৩-এর জন্য নির্মিত এ গেইমটি তৈরি করেছে নটি ডগ এবং গেইমটি বাজারে নিয়ে এসেছে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট।
 



৮. লিজেন্ড অফ জেলডা: এ লিংক বিটুইন ওয়ার্ল্ডস
নিন্টেন্ডোর নির্মিত এ গেইমটি বেশ চ্যালেঞ্জিং এবং জেলডা গেইমে সাধারণত যা যা থাকে তার সবই রয়েছে এ গেইমটিতে। গেইমটিতে গেইমারকে বেশ কিছু পাজলের সম্মুখীন হতে হবে।

গেইমটির পাজল নিয়ে ফোর্বস মন্তব্য করেছে এ গেইমটিতে যেসব পাজল দেওয়া হয়েছে তার অনেকগুলো সম্ভবত এ সিরিজের সবচেয়ে কঠিন পাজল। গেইমার চাইলে যাতে হাইরুল ঘুরে দেখতে পারে ব্যবস্থাও রাখা হয়েছে গেইমটিতে।
 



৯. স্ট্যানলি প্যারাবল
যেসব ব্যক্তি গেইম নিয়ে চিন্তা করতে ও ভাবতে ভালোবাসে, তারা এ গেইমটি বেশ উপভোগ করবেন। এ জন্য ফোর্বস পরামর্শ দিয়েছে গেইমটি সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ না করেই গেইমটি খেলা শুরু করতে এবং নিজে থেকে গেইমটির চমকপ্রদ মোড়গুলো আবিষ্কার করতে। গেইমটি সম্মিলিতভাবে তৈরি করেছে ডেভি রেডেন এবং গ্যালাকটিক ক্যাফে।


 



১০.সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড
এটিকে প্রায় নিখুঁত একটি মারিও গেইম বলা যায়। নতুন বেশ কিছু পাওয়ার-আপস এবং দক্ষতা যোগ করা হয়েছে গেইমটিতে। এছাড়া প্রায় সবকিছু আগের সংস্করণের মতোই আছে। একত্রে চারজন খেলতে পারবে গেইমটি। গেইমটি তৈরি করেছে এবং বাজারে নিয়ে এসেছে নিনটেন্ডো।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.