আমাদের কথা খুঁজে নিন

   

কনকিছুই আর চিন্তা কোরতে পারছি না! শুধু একটা বাক্যই কানে বাজতেছে,



যখন নতুন বছরের স্ট্যাটাসটা কি হতে পারে জ্ঞান গর্ভ ভাবছিলাম, তখন তিন বছরের একটা শিশু আমাকে নতুন করে বুঝিয়ে দিলো, আমি কতো অজ্ঞ, অযোগ্য আর জ্ঞান পাপী............

কনকিছুই আর চিন্তা কোরতে পারছি না! শুধু একটা বাক্যই কানে বাজতেছে,

''আমি আল্লাহর কাছে সব বলে দেব।''


আশ্চর্য!! এটা নাকি একটা বাচ্চার উক্তি। অথচ আমার মনে হয়েছে এই সময়ের সবচেয়ে জ্ঞানী লোকটি এই কথার মর্মার্থ বুঝেছে কিনা সন্দেহ। ঐ শিশুটি বুঝে গেছে এই দুনিয়ার মানুষ অভিযোগ শুনে বিচার করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা কেউ জালিম, কেউ অক্ষম,অজ্ঞ, অযোগ্য আর কেউবা উদাসীন। ঐ শিশু তার আসল অভিভাবক চিনে নিয়েছে। সে বুঝে ফেলেছে তাঁর অভিযোগ নেওয়ার মতো এক জনই আছে আর তাঁর অভিযোগ ঐ আসামীদের উপর কতটা ভারী হবে একদিন। কারো কি ভয়ের অনুভুতি হচ্ছে? নাকি আমাদের ইন্দ্রিয় অনুভূতিশূন্য হয়ে গেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।