আমাদের কথা খুঁজে নিন

   

August Rush : নট কোয়াইট আ মুভি রিভিউ

.

অনেক দিন হলো ডাউনলোড করে রাখা। দেখবো দেখবো করে দেখা হয়নি । অবশেষে দেখে ফেললাম। কিন্তু দেখে ফেলে না দিয়ে শেয়ার করার জন্য ইচ্ছে হল। আশা করি আপনাদেরও ভাল লাগবে।


২০০৭ সালের ছবি। ছবির গল্প ১১ বছরের এক অনাথ কে নিয়ে। নাম ইভান টেলর। যার বেড়ে ওঠা নিউইয়র্ক এক অনাথ আশ্রমে। ইভানের আছে দারুন এক ক্ষমতা (অনুভূতি)।

তার এই ক্ষমতা সঙ্গীতকে উপলব্দি করার। প্রকৃতির মাঝে সে শুনতে পায় নানা সুর। তার বিশ্বাস, সে যে সুর শুনতে পায় সেই সুরই কোন এক রাত্রিতে তার বাবা-মা কে এক করেছিল। এবং এই সুরের মাধ্যমেই সে তার বাবা-মাকে খুজে পাবে। তার কথায় "মানুষ যেমনি রুপকথায় বিশ্বাস করে, সেও তেমনি সঙ্গীতে বিশ্বাস করে।

"


সঙ্গীতের টানেই ইভান একদিন অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। ঘটনা চক্রে সে মধ্যবয়স্ক " উইজার্ড " হাতে এসে পড়ে।

উইজার্ড একজন মিউজিশিয়ান যে গৃহহীন শিশুদের সঙ্গীত শিক্ষা দেয় এবং তাদের দিয়ে স্ট্রীট পারফর্মিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে(আমাদের দেশে যেটা লুলা বা অন্ধ কইরা করে)। পরদিন সকালে উইজার্ড -এর ঘুম ভাঙ্গে গীটারের মূর্ছনায়।

উইজার্ড সহ অন্য সকল শিশু দেখে অবাক হয় য়ে ইভান গীটার বাজাচ্ছে যে আগে কখনো গীটার ধরে নাই !উইজার্ড বুজতে পারে ইভান যেন তেন কোন বাচ্চা না ।

ঈশ্বর প্রদত্ত প্রতিভা। নিজের জানা সবকিছুই সে ইভানকে শেখায়। সে ইভানকে দিয়ে অনেক বড় হবার স্বপ্ন দেখে। উইজার্ড মনে করে মিউজিশিয়ানদের নাম কিছুটা "পপ" না হলে মানায় না। এভাবেই ইভান হয়ে উঠে "August Rush"





PS: ১। ছবির কাহিনী এখানে শেষ নয়। আরো অনেক নাটকীয়তা আছে। ছবির শেষে "অগাস্ট" তার বাবা-মাকে খুজে পায় ,কিন্তু তার মা কদিন আগেও জানতো না যে তার সন্তান বেঁচে আছে! ছবিটা কিছুটা ফেইরী টেইল ধর্র্মী। সব লিখে পেললে তো হয় না, তাই কিছু বাকি থাকলো ।


২। ছবিটা মিউজিকাল-ড্রমা ট্ইপের। তাই যারা মিউজিক শিখছে তাদের জন্য মাস্ট সি। মিউজিশিয়ানদের ও ভাল লাগবে। মিউজিক নিয়ে দারুন কিছু উক্তি ও আছে মুভিটিতে ।

যেমন-উইজার্ডের ভাষায়
Music is God's little reminder there's something else besides us in this universe.Harmonic connection between all living beings everywhere , even the stars.
৩। মুভিটি বাচ্চা-বুড়া যে কোন কারো সাথে বসে দেখতে পারেন।
৪। শেষ করি অগাস্ট এর শেষ কথাটি দিয়ে- The music is all around us . All you have to do is listen.
" সবাইকে নতুন বছরের শুভেচ্ছা"
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।