আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেন বোবা???

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… ২০১২ সালের শেষ দিন ও রাতের “খুব অল্প” কিছু সময় আমার জন্য ছিল “অতুলনীয়” অব্যক্ত আবেগের সমুদ্রে নিমজ্জিত, অতিরিক্ত বিষেষতায় রঞ্জিত… কারন, এক “শ্যমলা পলী” দর্শন! শ্যমলা???!!!! বল্লাম কারন, রঙিন চশমাহীন বিবেচনায় সে ঠিক এমন, মেলালিনের মত হজারো রঞ্জকে রঞ্জিত তার ব্যক্তিত্ব, মন! আর যদি বলতাম “সাদা পরী” তাহলে সে হত বর্ণহীনা, অতি প্রচলিত সুন্দরী! তাইতো, এই শ্যমলা পরী দর্শনে আমার “বুকের মাঝে লাগিল সুখের মত কিসের ব্যাথা”! আমি হলাম নির্বাক, বোবা! আমার অশান্ত অব্যক্ত অবেগময় অন্তরের খোলস হিসেবে… (এই ছিল আমার বোবা হবার কারন!) সত্য কাহিনী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।