আমাদের কথা খুঁজে নিন

   

প্রে মি ক

আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।

শুনছো...
আজ নাকি নতুন বছর!
আরে আরে কি হল হঠাত,
কথা বলছ না যে?
ভাবছ এতে কি হয়েছে,
হচ্ছি আশ্চর্য কিসে!
কি তাইতো??
আমি তো ভাই-
উদাসী পথিক,
হবে কারণ হয়ত।
রোজনামচায় তোমার এহেন,
ঘরকুনো ভাব গড়িমসি,
আর লাগে না ভাল।
ওগো তুমি কেমন প্রেমিক?
এই কথাটি প্লিজ বল।
তবে বলছি এবার শোন-
তুমি পাশে থাকলে পরে,
সব ভুলে যাই জেনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।