আমাদের কথা খুঁজে নিন

   

নিক্সনের জনসভায় কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে লিফলেট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে একটি লিফলেট নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। গতকাল স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিঙ্ন চৌধুরীর জনসভায় হাজার হাজার লিফলেট ছড়ানো হয়। লিফলেটটিতে কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। ফরিদপুর-৪ আসনের সচেতন জনগণের পক্ষে ছড়ানো এ লিফলেটে বলা হয়, একাত্তর সালে জুলাই মাসের ১৭ তারিখে আড়িয়াল খাঁ নদীতে গানবোটযোগে পাকবাহিনীকে নিয়ে দরগাবাজার ঘাটে অবতরণ করেছিলেন কাজী জাফর উল্লাহ। কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে খুলনা মহানগর থানায় বার্জ থেকে চুরির মামলা হয়েছিল বলে লিফলেটে উল্লেখ করা হয়।

খুলনা খালিশপুর থানার মামলা নম্বর-২৭। তারিখ-২৫-০৮-৯১। সে সময় চুরির বিষয়টি নিয়ে জাতীয় পত্রিকায় সংবাদও ছাপা হয়। লিফলেটে কাজী জাফর উল্লাহর সহযোগী হিসেবে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়, যারা ফুটপাতে চা বিক্রি করত, যারা ট্রাকের ড্রাইভার বা ডাকাত ছিল তারা আজ কাজী জাফর উল্লাহর ছত্রছায়ায় কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে ছড়ানো লিফলেটটি মিথ্যা ও কুরুচিপূর্ণ বলে দাবি করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলায়েন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।