আমাদের কথা খুঁজে নিন

   

জিপি ফ্রি ইন্টারনেটঃ অপেরা ৭.১ অফিসিয়াল ভার্সনে। সব চাইতে সহজ পদ্ধতিতে

জিপি ফ্রি ইন্টারনেটঃ অপেরা ৭.১ অফিসিয়াল ভার্সনে। সব চাইতে সহজ পদ্ধতিতে
যা যা প্রয়োজনঃ
১। একটা জিপি Prepaid সিম
২। Opera Mini 7.1 আর কিছু না।
প্রথমেই আপনার সিমে *500*1# অথবা *500*0# ডায়েল করে P1 package activate করে নিন।


এবার আপনার Opera Mini টি ওপেন করে http://www.google.com অথবা অন্য একটা সাইটে যান। search box এর ওপর pointer টা রেখে 1 চাপুন,
একটা লিস্ট প্রদর্শিত হবে ওখান থেকে. "Add Search Engine" select করুন। Add Search Engine Box প্রদর্শিত হবে | বক্সে একটা নাম দিয়ে 'Add' এ click করুন।
দ্বিতীয় পর্যায়ে যা করতে হবে তা হল-
Search Engine box যান অথবা # ও 2 চাপুন | Navigation Key (down) চেপে 'Manage Search Engines' এ ক্লিক করে আপনার add করা সেই Search Engine টি Edit করুন |
Address Bar এ নিচের Address টা কপি করে পেস্ট করে দিন-
https://0.facebook.com/l.php?u=http%3A%2F%2F%s&2F&h=GAQFrLGb5&s=1
নিচে থেকে Save এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল।
এখন থেকে Search Box এ ইচ্ছে মত Web address লিখে আপনার add করা সেই Search Engine দিয়ে Search করলেই যেতে পারবেন সেই সাইটে।


টিউনটা পড়ার জন্য ধন্যবাদ আমার প্রথম টিউন, ভুল ক্ষমা করবেন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।