জিপি ফ্রি ইন্টারনেটঃ অপেরা ৭.১ অফিসিয়াল ভার্সনে। সব চাইতে সহজ পদ্ধতিতে
যা যা প্রয়োজনঃ
১। একটা জিপি Prepaid সিম
২। Opera Mini 7.1 আর কিছু না।
প্রথমেই আপনার সিমে *500*1# অথবা *500*0# ডায়েল করে P1 package activate করে নিন।
এবার আপনার Opera Mini টি ওপেন করে http://www.google.com অথবা অন্য একটা সাইটে যান। search box এর ওপর pointer টা রেখে 1 চাপুন,
একটা লিস্ট প্রদর্শিত হবে ওখান থেকে. "Add Search Engine" select করুন। Add Search Engine Box প্রদর্শিত হবে | বক্সে একটা নাম দিয়ে 'Add' এ click করুন।
দ্বিতীয় পর্যায়ে যা করতে হবে তা হল-
Search Engine box যান অথবা # ও 2 চাপুন | Navigation Key (down) চেপে 'Manage Search Engines' এ ক্লিক করে আপনার add করা সেই Search Engine টি Edit করুন |
Address Bar এ নিচের Address টা কপি করে পেস্ট করে দিন-
https://0.facebook.com/l.php?u=http%3A%2F%2F%s&2F&h=GAQFrLGb5&s=1
নিচে থেকে Save এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল।
এখন থেকে Search Box এ ইচ্ছে মত Web address লিখে আপনার add করা সেই Search Engine দিয়ে Search করলেই যেতে পারবেন সেই সাইটে।
টিউনটা পড়ার জন্য ধন্যবাদ আমার প্রথম টিউন, ভুল ক্ষমা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।