আমাদের কথা খুঁজে নিন

   

যেসব খেলা বিটিভিতে দেখায়, সেগুলো বিটিভিতেই দেখুন !

জানি বিটিভির অনেক দোষ আছে, ফুটবল খেলাতে টাইব্রেকারের সময়য় খবরের জন্য স্টুডিওতে চলে যাওয়া, ক্রিকেট এ লাস্ট ওভারের তিন বলের সময় এড দেখানো সবই মানি। তাও বিটিভি দেখবেন খেলার সময়য় যদি এই খেলা স্টার বা কোন ভারতীয় চ্যানেল দেখায় ও। কারণ এই খেলা আপনি একা দেখছেন না, আপনার সাথে আপনার বাচ্চা থাকতে পারে, বোন থাকতে পারে, মা-বাবাও থাকতে পারে না ভাই আমি বিটিভির কেউ না কিন্তু। অন্য চ্যানেল না দেখতে বলার কারণ এই যে- - এইসব চ্যানেল যে এড দেখাইতেছে ইদানিং এগুলা রীতিমত কি বলুম আর......AXE এর এড এ শ্বশুর আর হবু পুত্রবধুর যে একটা এড দেখায় তাতে আপনি লজ্জা পাইতে বাধ্য - আরেকটা মল্ম এর এড দেখলাম এক ছেলের মাথা ধরছে, মলম মাখায় দেয় এক খোলামেলা মহিলা, ভাবলাম ওর বৌ মনে হয়, না ঐ লোক বলল, “থ্যাঙ্কু ভাবী” - একটা জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর এড দেখায়, এইটা কেমনে টিভিতে দেখানোর অনুমতি পাইছে বুঝলাম না - সেট ওয়েট এর এড তো বললামই না - চকলেট এর এডও এখন এইরকম ভারতে এখন কি সব এডেই এইসব ব্যবহার করতে হয় নাকি? Consumer রা কি কোন সাধারণ এড দেখলে জিনিস কিনতে চায় না নাকি? এখন তো খেলার চ্যানেল দেখাও সমস্যা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.