আমাদের কথা খুঁজে নিন

   

প্রফেশনাল ভাবে ভিডিও টিওটোরিয়াল তৈরী করার দারুন একটা সফটওয়ার। না দেখলে অবশ্বই মিছছ করবেন।

কেমন আছেন বন্ধুরা? নিশ্চয় ভাল আছেন। আমি মোঃ আলাউদ্দিন আল নাহিম আপনাদের এমন একটা সফটওয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিব যেই সফটওয়ারটির আশায় হয়তো অনেকে ছিলেন। আমরা কম্পিওটারে অনেক কাজ করি, যেমন ফটোশপ, অফিস, ফ্রিলেন্স ইত্যাদি। অনেকে চিন্তা করেন আপনি যেইসকল কাজ করতে পারেন এই কাজ অন্য কাওকে শিখাবেন অথবা শিখানোর মাদ্ধমে টাকা ইনকাম করবেন তাহলে এই টিওটোরিয়ালটি তাদের জন্য, চলুন কথা না বাড়িয়ে সফটওয়ারটি সম্পর্কে জেনে নেই। এটি একটি ভিডিও ক্যাপচার সফটওয়ার।

এই সফটওয়ােরর মাদ্ধমে আপনি আপনার নির্দিস্ট কাজের ভিডিও ক্যাপচার করতে পারবেন যেকোন ফরমেটে। বাজারে যেসকল সফটওয়ার পাওয়া যায় এর চেয়ে ১০০% ভালমানের সফটওয়ার। এর মাদ্ধমে আপনি সিডি ও ডিভিডি ম্যানু তৈরী সহ অটোরান সিস্টেম পাবেন। আলহেরা মাল্টিমিডয়ার নাম নিশ্চয় অনেকে শুনেছেন? ওনারা এই সসফটওয়ারের মাদ্ধমে টিওটোরিয়াল তৈরী করে তাদের ডিভিডি বাজারে বিক্রি করছে। চাইলে আপনিও ট্রাই করতে পারেন।

এছারা ইউটিউবে আপনার ভিডিও আপলোড করে এডসেন্সর মাদ্ধমে টাকা আয় করুন। এই সফটওয়ারে তৈরী করা ভিডিও HD Quality হওয়ায় দেখতে একদম স্বচ্ছ। এই সফটওয়ারের একটি ডাউনলোড লিংক দিলাম। ভিডিও তৈরী করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চাইলে আপনি প্রফেশনাল ভাবে টিওটোরিয়াল তৈরী করতে পারেন।


ডাউনলোড লিংকঃ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.