আমাদের কথা খুঁজে নিন

   

গত বছরের সেরা ৫ অ্যাপ্লিকেশন

সঙ্গে করে বহন করা যায় এমন আকারে ডিভাইসই সফটওয়্যার নির্মাতারা তৈরি করেছেন গেল বছর। মানুষ সহজে কাজে লাগাতে পারেন তারা এমন সময়োপযোগী বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করছেন অনেক বেশি সংখ্যায়। এর কোনোটি দিয়ে স্মার্টফোনেই ভিডিও এডিট করা যায়, আবার কোনোটিতে রয়েছে বিশ্বজুড়ে আলোচিত খবরগুলোর সর্বশেষ সংস্করণ। তাও খবরগুলো পড়ে শোনাবে সফটওয়্যার। টাইম ম্যাগাজিনের তালিকায় ২০১৩ সালের শীর্ষ ১০ অ্যাপ্লিকেশন নিয়ে থাকছে এমন একটি প্রতিবেদন।

এঙ্বঙ্ ওয়ান স্মার্টগ্লাস : সফটও -য়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইমিং কনসোল এঙ্বঙ্ ওয়ানের জন্য স্মার্টগ্লাস এনেছে মাইক্রোসফট। ডিভাইসটি গেইমিংয়ের জন্য তৈরি বলে সরাসরি গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্ব্বী নয়। স্মার্টগ্লাস ব্যবহার করে স্মার্টফোন বা ট্যাবলেট ডিভাইসকে সেকেন্ডে স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। এতে দূরে বসেও টিভি শো স্মার্টফোনে দেখা যাবে। এতে দূরে অবস্থান করেও টেলিভিশন প্রোগ্রাম বা গেইমিং কনসোলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

আইওয়ার্ক : অ্যাপলের অফিস প্রোগ্রাম আইওয়ার্ক। অনলাইনেও আইওয়ার্ক ব্যবহার করে কাজ করা যায়। এ জন্য টেঙ্টকে অফিস ফরমেটে কনভার্ট করার প্রয়োজন নেই। অ্যাপলের ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আইওয়ার্ক মাইক্রোসফট অফিস প্রোগ্রামের প্রতিদ্বন্দ্বী। মাইক্রোসফটের উপর নির্ভরতা বাদ দিয়ে অ্যাপলের উদ্ভাবিত প্রযুক্তি ওয়ার্ড, এঙ্লে, পাওয়ারপয়েন্টসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ফিচার রয়েছে আইওয়ার্কে।

অ্যাপ্লিকেশনটি প্রথমবারের মতো উইন্ডোজ ও ম্যাক ভার্সন উন্মুক্ত করেছে অ্যাপল। ম্যাক ব্যবহারকারীদের জন্য রয়েছে কোনো মূল্য ছাড়াই ওএস এঙ্ ভার্সন ব্যবহারের সুযোগ।

লিংকডইন ইনট্রো : ইনট্রো লিংকডইনের নিরাপদ ইমেইল সেবা। এখানে রয়েছে ইমেইল প্রেরক সম্পর্কে বিস্তারিত তথ্য। ফলে কেউ ইমেইল পাঠালে নাম ও জীবনবৃত্তান্ত লিংকডইন ইনট্রোতে প্রদর্শিত হয়।

লিংকডইন ইনট্রোকে নিরাপদ ইমেইল সেবা বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। ইয়াহু, জিমেইলসহ আরও কিছু ইমেইল লিংকডইন ইনট্রোর মাধ্যমে ব্যবহার করা যায়।

মেইলবঙ্ : অ্যাপলের দ্রুতগতির ইমেইল সেবা মেইলবঙ্। আইফোন ও আইপ্যাডে অ্যাপটি ব্যবহার করে ইয়াহু, জিমেইল একাউন্টের মেইল চেক করার অপশন রয়েছে।

আইএফটিটিটি : ব্যক্তিগত সহকারীর মতো বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে আইএফটিটিটি অ্যাপ্লিকেশন।

ইফ দিস, দেন দ্যাট (আইএফটিটিটি) অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে অ্যাপল ডিভাইসের জন্য। ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আবহাওয়ার খবর জানাবে আইএফটিটিটি অ্যাপ্লিকেশন। এছাড়া স্টকের দাম ওঠানামা করলে তাও মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আধুনিক ওই অ্যাপ্লিকেশন। অন্যদিকে ইন্টারনেটে সংযুক্ত থাকলে এ ধরনের অতিপ্রয়োজনীয় খবরগুলোর আপডেট স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে আইএফটিটিটি। * ইনফোটেক ডেস্ক

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।