আমাদের কথা খুঁজে নিন

   

সারাদেশে ভোটগ্রহণ শুরু

সারাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দেশের ৫৯ জেলায় ১৪৭টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় গতকাল শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, বড় চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়, ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।

এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ৩১টি ভোটকেন্দ্র, চট্টগ্রামের সাতকানিয়া, নীলফামারী, দিনাজপুর, লক্ষীপুর, হবিগঞ্জ, যশোরের মোট ১৪টি এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের একটিসহ ৪৬টি কেন্দ্রের ব্যালট পেপার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় এসব কেন্দ্রে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.