আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনের জেলার দশটি উপজেলায় ২০১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি দেখা না গেলেও ভোটারদের বিক্ষিপ্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। রাঙামাটি শহরের রানী দয়ময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার ভোট দেন।

এদিকে, সকাল নয়টায় রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় বিদু্যত্ উন্নয়ন বোর্ড রেস্ট হাউস কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার। জেলার প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই পাহাড়ি নারী ভোটারদের উপস্থিতি ছিলো কিছুটা বেশি দেখা গেলেও কেন্দ্রের বেশিরভাগ বুথই ছিলো ফাঁকা।

পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় রাঙামাটি জেলার প্রায় সব উপজেলার ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে কোনো কেন্দ্রে সকাল দশটা পর্যন্ত কোনোধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, আকস্মিকভাবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার জানান, নির্বাচন কমিশনের নির্দেশে নেটওয়ার্ক বন্ধ রাখা রয়েছে।

রাঙামাটি জেলায় ২০১টি কেন্দ্রে এবারে মোট ভোটার সংখ্যা হলো ৩৭৭৩২২ জন।

এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.