আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্নে যাচ্ছেন লেভানদোভস্কি

বায়ার্নের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন লেভানদোভস্কি। বরুসিয়ার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে পেতে কোনো ‘ট্রান্সফার ফি’ দিতে হয়নি গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জয়ী বায়ার্নকে।
লিগে বরুসিয়ার হয়ে ১৭ ম্যাচে ১১ গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লেভানদোভস্কি।
এ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ১৬ গোল করা এই স্ট্রাইকারকে পেয়ে উচ্ছ্বসিত বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
“এই ট্রান্সফারটা সফল হওয়ায় আমরা দারুণ খুশি।

রবের্ত লেভানদোভস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। বায়ার্ন দলকে সে আরো মজবুত করবে এবং সাফল্যের পথে নতুন মাত্রা যোগ করবে। ”
২০১০ সালের জুনে চার বছরের চুক্তিতে বরুসিয়ার যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিক উন্নতিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লেভানদোভস্কি। বরুসিয়ার হয়ে ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে বুন্দেসলিগা ও ২০১১-১২ মৌসুমে জার্মান কাপ জয়ে অবদান রাখেন তিনি।
এছাড়া গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিল বরুসিয়া।

সেবার ফাইনালে ওঠার পথে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সবকটি গোলই করেছিলেন লেভানদোভস্কি।
খেলোয়াড় কেনাবেচার বাজারে এক বছরের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বুরসিয়া শিবিরে বায়ার্নের এটা দ্বিতীয় আঘাত। গত এপ্রিলে তিন কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে তারা দলে ভেড়ায় মিডফিল্ডার মারিও গোটসেকে।
 

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।