আমাদের কথা খুঁজে নিন

   

ভোট বর্জনের ঘোষণা ছয় স্বতন্ত্র প্রার্থীর

ঢাকা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও বরগুনার এই প্রার্থদের মধ্যে দুইজন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের চিঠিও দিয়েছেন।

এই ছয়জন হলেন- ঢাকা-১৫ আসনের মোহাম্মদ এখলাস উদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনের শওকত আলী, বরগুনা-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন শিকদার,

সিরাজগঞ্জ-৫ আসনের আতাউর রহমান রতন এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ কে এম শরিফ উদ্দিন ও আজাদ উদ্দিন চৌধুরী।

এখলাস উদ্দিন মোল্লা ভোট বর্জনের পাশাপাশি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলেরও অভিযোগ এনেছেন।

লক্ষ্মীপুরের আজাদ ও শরিফউদ্দিন তাদের বর্জনের বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের পর ভোটে না থাকার কোনো সুযোগ নেই। আইনগতভাবে তারা প্রার্থী।”

তবে প্রার্থীদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

মিহির সারওয়ার মোর্শেদ বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।