আমাদের কথা খুঁজে নিন

   

অভাজনের টিপস :: ব্রেক-আপের পর কি করবেন , কি করবেন না.. :-)



-- নারীপুরুষ নির্বিশেষে প্রত্যেকের জীবনেই প্রেম আসে । হয়তোবা কখনো বড়ই অযাচিতভাবে দমকা হাওয়ার মত , আবার কখনো
নিভৃতে , সংগোপনে এসে সুতীব্রভাবে রিহদয়ের দরজায় কড়া নেড়ে যায়। আসুক না , ক্ষতি কি ?? প্রত্যেকটা পরিনত মানুষের ই
তো বেঁচে থাকার জন্য ভালোবাসার অবলম্বন দরকার হয় ,তাইনা ?

--আমি বিশ্বাস করি , সত্যিকার প্রেম কখনো বলে-কয়ে ,প্ল্যান করে হয়না । স্রেফ হয়ে যায় । আবেগপ্রবন , প্রেমময়, স্বর্ণালী মুহূর্তগুলো যে কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারিনা।

কিন্তু , সমস্যাটা হয় তখনি , যখন ইন্সিডেন্টালি ব্রেকাপ হয়ে যায়। তখন প্রত্যেকটা
মানুষকেই তীব্র মানসিক দহন , পীড়ন ও জটিল ক্লান্তিকর পথ পরিভ্রমন করতে হয় । ইটস রিয়েলি টাফ টাইম , রিয়েলি টাফ ।

--পুরোনো স্মৃতিগুলো যখন আমাদের দোরে সজোরে কড়া নাড়ে , আমরা এলোমেলো হয়ে যাই । সেই দুঃসহ , দুর্মর স্মৃতিকাতরতার ভার বইতে না পেরে আমরা আরো কিছু ভ্রান্তিতে জড়িয়ে পরি ।

যেমন , আমরা অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যাই ,তাকে ফিরিয়ে আনার জন্য নিজের আমিত্ব বিসর্জন দেই ,প্রান সখার ওপর প্রতিশোধপরায়ন হয়ে যাই অথবা তাকে ভুলতে অল্টারনেসন খুঁজতে গিয়ে নতুন আরেকটা সম্পর্কে জড়িয়ে পরি । In my opinion , it's really wrong concept .Let's give me a chance to clear it out...:-)

--প্রথমত : যাকে মন-প্রান উজাড় করে ভালোবাসেন , তাকে কখনোই নিজের কাছে আটকে রাখতে জোর-জবরদস্তি করবেন না।
কোন অবস্থাতেই আত্মমর্যাদা বিসর্জন দেবেন না !! ভুল বোঝাবুঝি হতেই পারে । সেও যদি আপনাকে সমানভাবে ভালোবাসে,আপনার
প্রতি শ্রদ্ধাশীল ও সম্পর্কটার প্রতি দায়বদ্ধ হয় , সে ফিরবেই । নইলে না , It's simple !!

--দ্বিতীয়ত : এই সুন্দর জীবনটা আপনার , শুধুই আপনার ।

আপনি আশরাফুল মাখলুকাত । সৃষ্টির সেরা জীব । আপনাকে ঘিরে
আপনার বাবা-মা , আত্মীয়-পরিজন , বন্ধু -স্বজন অনেকগুলো মানুষ ,সম্পর্ক ও তাঁদের স্বপ্নগুলো আবর্তিত হয় । কেন শুধু একজন ভুল
মানুষের জন্য , নেশার ঘোরে এতো চমৎকার প্রানের অপচয় করবেন , বলুনতো ?

--তৃতীয়ত : আমরা আরেকটা সম্পর্কে জড়িয়ে পরি । দেখা যায় , যার সাথে সম্পর্কে জড়াই তাকে ভালোবাসিই না !! শুধু প্রিয়জনকে,
তার স্মৃতিগুলোকে ভুলতে আর একটা মানুষের সাথে ,সম্পূর্ণ নতুন একটা সম্পর্কে জড়াই ।

আমরা কি বুঝতে পারি , নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা নতুন ঐ মানুষটাকে এক্সপ্লয়েট করছি ? আমরা মুখে তার সাথে প্রেমের স্তবগীতি রচনা করি, আর আমাদের
রিহদয়ে পুড়তে থাকে আরেকজনের নাম । এভাবে আমরা জড়িয়ে পরি আরো জটিলতার আবর্তে , যার ফল কখনো শুভ হয়না !!

--আমি বলছি না যে , ব্রেক আপের পরে নতুন সম্পর্কে জড়ানো যাবেনা । কিন্তু , তার আগে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা ভালো যে , এটা ক্ষণিকের মোহ বা টাইম পাসিং না । দ্বিতীয়জনকে আমি সত্যিই অন্তর দিয়ে ভালবেসেছি !!

-- তারচেয়ে বরং এসব বিবেকবহির্ভূত জটিলতায় না গিয়ে , প্রানের মানুষটার প্রতি যে প্রগাড় ভালোবাসা আপনি নিজ রিহদয়ে গভীরভাবে লালন করছেন , তাকে পজিটিভলি কাজে লাগান । এটাকে সোর্স অফ ইন্সপিরেশন করুন ।

নিজেকে সৃষ্টিশীল অন্য কোন কাজে ব্যস্ত রাখুন। ইন্টারনেটের সুবাদে আপনার হাতের কাছে আছে অবারিত দুনিয়া । আধ্যাত্মিকতা , সঙ্গীত , কাব্য , চিত্রকলা , টেকনোলজি , মুভি , পড়াশোনা ,ইতিহাস , ভ্রমন , অজস্র বই , নিজেকে কল্পলোকে হারাতে কি নেই বলুনতো ?? নিজেকে ভালোবাসুন ও ম্যাচিউরডলি হ্যান্ডেল করে কর্মে সুনিপুন , মানবিক ও যোগ্যতায় আরো উৎকর্ষতা আনুন । দেখবেন , পুরো পৃথিবী আপনার পাশে থাকবে । আপনি অনেক ভালো থাকবেন , সত্যি বলছি ... :-D

পাদটীকা :: আমি এ বিষয়ে কিছু লিখতে চাইছিলাম না ।

কারন , কাউকে সাজেশন দেয়া অভাজনদের কম্ম নয় !! একজন সু-বন্ধুর পীড়াপীড়িতেই লিখতে হোল !! বলে রাখা ভালো ,যদি আপনাদের লেখাটা ভালো না লাগে , তবে ,পুরো দায়ভার টা তাঁরই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।