আমাদের কথা খুঁজে নিন

   

এক মায়াবী কণ্ঠ



গতকাল রাত দশটার
দিকে মা এসে আমাকে বললো, উনার ঔষধ
শেষ, আমি যাতে কিনে নিয়ে আসি।
অনেক ঠান্ডা বাইরে।
হুডিসটা পড়ে নিয়ে বাসার পাশের
ঔষধের দোকানে গেলাম।
আমার পাশে অপরূপা এক
রমণী আসিয়া দাঁড়াইলো। ক্রাশ
খাইবো কি খাইবো না যখন ভাবিতেছি,
ঠিক তখনই স্বর্গের পরীটি আমার
দিকে তাকাইয়া হাসি দিয়া বলিলো,
"আসিফ, ভালো আছো??"
ওরে আল্লাহ... মনে হইতেছিল অরণ্য
নামটা চেঞ্জ করিয়া আসিফ
রাখিয়া দেই!!!
কিন্তু বাস্তবে আমি নীরস
কন্ঠে শুধাইলাম, "চিনতে পারি নাই!
"
কিঞ্চিৎ কষ্ট পাইয়া কুহুকুহু
কন্ঠে ইন্দ্রের অপ্সরী আবার
কহিলো, "আমাকে চিনতে পারো নাই!!
আমি অন্তরা.....।" (ফিলিং -
আমি অন্তরা, তোমার অন্তরের
অন্তরা...)
মনে হইতেছিলো বলিয়াই ফেলি,
আগে চিনতাম না তো কি হইয়াছে, এখন
তো চিনিলাম... তোমারে চিনিলাম...
কিন্তু বাস্তবে নীরস
কন্ঠে আবারো বলিয়া ফেলিলাম,
"এখনো চিনি নাই...।"
"তুমি নাদিয়ার ভাই না????? "
পরীটি হতবাক হইয়া গেলো...
(ফিলিং - কেনো? কেনো??
কেনো???..... নাদিয়া নামে আমার
কোনো বোন নাই
কেনো!!!!!........... :@:@:@)
"না..." সংক্ষেপে আমি বলিয়া দিলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।