আমাদের কথা খুঁজে নিন

   

নৌকাকে হারাল হাজি সেলিমের হাতি

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে হাতি প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ১৯৯৬ সালে নৌকা প্রতীকে বিজয়ী হাজি সেলিম।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ইসি সচিবালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাতি প্রতীকে ৪২ হাজার ভোট পেয়েছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।     
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৭৩৩ ভোট। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের এই নেতা এর আগে এর আগে প্রার্থী হয়ে হারের অভিজ্ঞতা নিলেও নবম সংসদে বিজয়ী হয়েছিলেন।
এই আসনে ১২০ কেন্দ্রে মোট ভোটার ছিল ৩০১৪৫৯। ভোট পড়েছে ৭৭৮৩৮টি। বাতিল হয় ১২৫৭টি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।