আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশাকে দুষলেন ড. আলমগীর

কেন্দ্রে ভোট দিতে ভোটারদের কম উপস্থিতির জন্য ব্যাপক কুয়াশাকে দায়ী করল আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশে সকাল থেকেই শৈত্যপ্রবাহ ছিল। ফলে ভোটাররা ভোট দিতে আসতে পারেনি। গতকাল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নির্বাচন কমিশন কার্যালয়ে এসে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র করেছিল তা সফল হয়নি।

এই নির্বাচনের বিকল্প ছিল না বলে মানুষ মেনে নিয়েছে। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছে। তিনি বলেন, ১৮৬০ সালে আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ইতিহাসে শেখ হাসিনার এই পদক্ষেপও আব্রাহাম লিঙ্কনের দৃঢ় পদক্ষেপের সঙ্গে তুলনীয় হবে। এর আগে তিনি সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারসহ সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।