আমাদের কথা খুঁজে নিন

   

কলির বিয়ে বন্ধ করল ইউএনও

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাজীপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রী কলি আক্তারের (১১) বিয়ে বন্ধ হল ইউএনও'র হস্তক্ষেপে। সোমবার দুপুর দেড়টার দিকে ইউএনও আবু জাফর রাশেদের নির্দেশে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলার ওই এলাকার মৃত শাহজাহান কাজীর মেয়ে কলির বিয়ের সব আয়োজন সম্পন্ন করে তার পরিবার। পুরোদমে শুরু হয় রান্না-বান্নার কাজ। শতাধিক মেহমানকে দাওয়াতও করা হয়।

দুপুরেই  একই এলাকার ইব্রাহীম কাজীর ছেলে কাজী আরিফ হোসেনের (১৮) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা।

বর-কনে দু'জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এলাকাবাসী এ নিয়ে না দেওয়ার অনুরোধ করে। তারপরও পরিবারের লোকজন বিয়ের আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। ইউএনও খবর পেয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেনকে বিয়ে বন্ধ করার নির্দেশ দিলে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। এ ব্যাপারে কলির ভাই কাজী শাহাদাৎ হোসেন ও আরিফের বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না বলে ইউএনও বরাবর মুচলেকা দেন।

কলি গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। কলির বাবা কাজী শাহজাহান তিন মাস আগে মারা যান। এ অবস্থায় কাজী আরিফ হোসেনের সঙ্গে কলির বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন।

এ বিষয়ে এসআই মকবুল হোসেন জানান,  প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ে দেওয়‍া হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।