আমাদের কথা খুঁজে নিন

   

শীতে বিপর্যস্ত জনজীবন

ঘন কুয়াশার কারণে গতকাল সারা দিন রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। এতে যান চলাচলেও বিঘ্ন ঘটে। দিনের বেলায়ও কিছু জায়গায় হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যায়। সূর্যের উত্তাপ না থাকায় তাপমাত্রা কমে যায় এবং দেশব্যাপী জেঁকে বসে তীব্র শীত। এবার শীতের শুরুটা মানুষকে তেমন একটা কাবু করতে না পারলেও পৌষের শেষে এসে গতকাল নগরবাসীকে রীতিমতো কাঁপতে দেখা যায়।

শীতে বিপর্যস্ত হয়ে পড়ে নগরজীবন। এতে বিশেষ করে কর্মব্যস্ত মানুষ ও স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। নগরবাসীকে মোটা কাপড় পরে ঘরের বাইরে যেতে হয়। বিভিন্ন পার্ক ও বস্তিতে বয়স্ক ও শিশুদের আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায়। এ ছাড়া শীতবস্ত্র বিক্রেতাদের এতদিন অলস সময় কাটাতে দেখা গেলেও গতকাল নগরীর বিভিন্ন শপিংমল ও ফুটপাতে তাদের ক্রেতা সামলাতে ব্যস্ত দেখা যায়।

জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, সূর্যের অনুপস্থিতির কারণে গতকাল দিনের তাপমাত্রা কমে যায়। মূলত দেশের বিভিন্ন নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। উত্তর থেকে বয়ে যাওয়া বাতাসে দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও ২-৩ দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সৈয়দপুর, শ্রীমঙ্গল ও রাঙামাটিসহ বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, রাজশাহী, ঢাকা, সিলেটসহ অন্যান্য জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের অন্য জায়গাগুলোতে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।