আমাদের কথা খুঁজে নিন

   

নিত্যানন্দ মহারাজ আর নেই

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (ব্যারাকপুর) নিত্যানন্দ মহারাজ রবিবার ভোর সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। নিত্যানন্দ মহারাজ 'কেষ্ট মহারাজ' নামেই পরিচিত ছিলেন। তিনি রহড়া রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন গড়ে তোলেন। দুস্থ-অনাথ মানুষের সেবায় তিনি দেশের বিভিন্ন প্রান্তে আশ্রমের শাখা গড়েন। স্বামী বিবেকানন্দের নামে বিশ্ববিদ্যালয়ও গড়েন তিনি। বাংলাদেশের বরিশালে তার জন্ম। দীর্ঘ দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসার জন্য কিছু দিন দিলি্লর অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অব সায়েন্সেসে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.