আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৫২

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে মোটরসাইকেলে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ এবং দেশজুড়ে প্রধানত শিয়া এলাকাগুলোতে অন্যান্য জঙ্গি হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। শিয়া এলাকার বাজারে দাঁড় করিয়ে রাখা একটি বাইসাইকেলে বৃহস্পতিবার বিকালে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটে। এতে ৩১ জন নিহত এবং ১৫ জন আহত হয় বলে জানিয়েছে ইরাকের চিকিৎসা ও পুলিশ সূত্রগুলো। এদিন অন্যান্য সহিংসতার ঘটনায় বাগদাদের শিয়া এলাকাগুলোতে ২টি ভিন্ন মিনিবাসে বোমা হামলায় চারজন নিহত হয়েছে। বাগদাদের উত্তরাঞ্চলীয় সুনি্ন মুসাদা এলাকায় এক জঙ্গির বিস্ফোরকভর্তি গাড়ি হামলায় তিন সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ। সালাহুদ্দিন প্রদেশের শিরকাত শহরে সরকারপন্থি একটি সুনি্ন চেকপয়েন্টে আরেকটি বোমা হামলায় ২ যোদ্ধা নিহত এবং চারজন আহত হয়েছে।

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের হাদিতায় আত্দঘাতী এক গাড়িবোমা হামলাকারীর হামলায় বিশিষ্ট এক আদিবাসী নেতা শেখ সাঈদ ফ্লেয়াহ আল উসাম এবং তার ৬ অতিথি নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতুতে বাজারের বাইরে বোমা হামলায় দুজন নিহত হয়।

পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে বন্দুকধারীরা একটি সুনি্ন পরিবারের তিনজনকে হত্যা করে। বোমা হামলায় কারা জড়িত সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শিয়াদের ওপর বোমা হামলার জন্য প্রায়শই সুনি্নদের দায়ী করা হয়ে থাকে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.