আমাদের কথা খুঁজে নিন

   

রাসেলে আসছে হাইতির মিডফিল্ডার মিলিয়েন

সোমবার শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, “প্যাসকাল মিলিয়েন খুবই ঊচু মানের একজন খেলোয়াড়। তার পাঠানো ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছে, সে খুবই ভালো খেলোয়াড়। সে যোগ দিলে আশা করছি আমাদের দলের আক্রমণের ধার আরও বাড়বে। ”

মিলিয়েন গত মৌসুমে আয়ারল্যান্ডের প্রথম বিভাগ লিগে খেলেছেন। হাইতি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।



রাসেল সভাপতির দাবি, ঢাকার ফুটবলে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করা হাইতির ফরোয়ার্ড সানি নর্দের চেয়েও ভালো মানের ফুটবলার মিলিয়েন। এই মানের ফুটবলার এলে ঢাকার ফুটবল আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

সনি নর্দে ছিলেন গত মৌসুমে শেখ রাসেলের তিনটি শিরোপা জয়ের অন্যতম নায়ক। এবার তিনি রেকর্ড ৭৩ হাজার ডলার পারিশ্রমিকে (এক মৌসুমে) শেখ জামালে যোগ দিয়েছেন। এই মৌসুমে তাদের হয়েও দারুণ খেলছেন তিনি।



প্যাসকাল মিলিয়েনকে ঠিক কত পারিশ্রমিক দেয়া হচ্ছে তা প্রকাশ করেনি শেখ রাসেল সভাপতি।

“তাকে যোগ্য পারিশ্রমিক দিয়েই আনা হচ্ছে। তবে আমরা এখনই তা প্রকাশ করতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি গত মৌসুমে সানি নর্দেকে যে পারিশ্রমিক দেয়া হচ্ছে এবার প্যাসকালকে তার চেয়েও বেশি দেয়া হবে। ”

তিনি জানান, ফেডারেশন কাপের আগেই ঢাকায় আসার কথা ছিল মিলিয়েনের।

তবে কিছু জটিলতার কারণে তিনি আসতে পারেনি সে সময়।

শেখ রাসেলে এখন বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন ফ্রান্সের ম্যাক্সিম এরিক রজার, উরুগুয়ের আন্দ্রস ফান্সিসকো, মরোক্কার ইউনেস রক্স ও মোহাম্মদ আমিনি ও জ্যামাইকার রিকার্ডো কাজিন্স।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.