আমাদের কথা খুঁজে নিন

   

দাদিমাকে দাফন করে ঘরে এলাম,

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। দাদিমাকে দাফন করে ঘরে এলাম, আর অমনি মাথার পরে শূন্যতা নেমে এলো আমি ছাদহীন ছায়াহীন এক পাতাহীন বৃক্ষের শুকনো ডালের নীচে খররৌদ্রে ঘেমে ঘেমে সাড়া হলাম। দিগšেত তাকাতেই দেখলাম, দাদীমা কবর থেকে উঠে এসে আমার দিকে চেয়ে হাসছে হাতছানি দিয়ে ডাকছে আমি আমার কচিহাত দাদীমার হাতে ছোঁয়াতেই দাদীমা মেঘের আড়ালে লুকিয়ে গেলো আমি মুখ ঘুরে যেতেই দাদীমা পিছন থেকে আমার হাতটা টেনে ধরলো আমি ঘুরতেই তিনি আবার পাখিদের পালক উড়ে আবার উড়ে গেলো আমাদের বয়স্ক আম্র বৃক্ষের ডালপালা ছুঁয়ে।

দাদীমাকে কতদিন থেকে দেখিনা অথচ দাদিমাকে প্রতিদিন দেখি আমার প্রতি রক্তবিন্দুর সাথে, আমার প্রতিটি বর্ণমালার সাথে দাদিমা মিশে থাকেন আমাকে লুঙ্গি পড়া শেখান, আমাকে ওজু করা শেখান আমার হাতে বর্ণমালার বই তুলে দেন দাদুকে মনে করে আমার বুকের পশম বোলান আর আমাকে কোলে নিয়ে জ্যোসনা প্লাবিত রাতে গীত গান। অথচ খাবার টেবিলে গেলে শুধু দাদিমা কিছু খাননা। ২.১.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.