আমাদের কথা খুঁজে নিন

   

পেন্সিল গুড়া দিয়ে আঁকা আমার কিছু টাইমপাস আঁকিবুঁকি ... "কাম নাই তাই খই ভাজ" মুলক পুষ্ট

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। আমার এক্স-জিএফ কে উৎসর্গ করে আঁকা ছবি। নতুন নতুন প্রেমে পরছিলাম তো তাই খুব ঘনিষ্ট এক বন্ধুকে গিফট করা ... পহেলা মে উপলক্ষে ... ভুল ভাবছেন, ছেকা খেয়ে আঁকি নাই , LA INK কে এমন একটি ট্যাটু দেখে আঁকছিলাম .... এইবার ঠিক হইছে ... ভুত এফএম ... হু হু হা হা হা ... বোনকে গিফট করছিলাম, সে পিছনের পাতায় বাজারের লিষ্ট লিখে উত্তম ব্যবহার করেছে বলে সে মনে করে ... নানু বাড়ির রান্না ঘর ... ঐ টা আমার মাছ ধরার ছিপ ... শেষ ... ভাল লাগলে বলবেন কিন্তু ... নাইলে নগদে মাইন্ড খামু ... (কজ, কিছু না কইলে বুঝমু, ভাল লাগে নাই)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।