আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার দায় // শাফিক আফতাব....

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।


আমি মুখে খুলে হাসি, আমার দাঁতগুলো কলার কান্দার মতোন সারিবদ্ধ দেখায় ;
খইয়ের শুভ্রতা ভাসে আমার মুখে
সুখে আছি মানুষ ভাবে, বেশ যাচ্ছে আমার দিন,
দাম্পত্য সুখে উর্বর আর মেধাবী সন্তান উৎপাদন করছি, ভবিষ্যতের বাংলাদেশে।

অথচ আমি তো জানি আমার কলার কান্দা দাঁতের হাসি,
আর খইয়ের শুভ্রতা কোথা থেকে কীভাবে আসে,
আমি জানি কী অনলে পুড়ে আমার হৃদয়ে স্বর্ণালঙ্কারের মতোন উজ্জ্বল সোনালী,
আমি জানি তুষের আগুন কীভাবে নিভৃতে পুড়ে আমি এমন অঙ্গার।



প্রিয়জন কাছে আসে, আমি ফিক করে একগাল হাসি, হাসি__
পরিচিত জন সামনে পড়ে গেলে আমি মোলায়েম ভাষায় সালাম ঠুকি,
কিংবা কুশলতা জিগ্যেস করে উষ্ণ হাতে করমর্দন করি, বলি, ভালো আছি ;
অথচ আমি কতটুকু ভালো আছি জানে আমার মন, আমার পুড়ে যাওয়া হৃদয়।

প্রিয়জনের নিবেদনকে সানন্দে গ্রহণ করে অভিবাদন জানাই,
গুচ্ছগুচ্ছ টাটকা ফুলের অনুভব দিয়ে আমি পাশ ফিরে শুই,
চোখ বুজে দেখি, আকাশের তারা, নীলাকাশ, আমার ব্যর্থতার ফিরিস্তি,
চোখের গভীর থেকে ঘুম হারাম হয়ে যায়
অথচ নাক ডাকি, গভীর ঘুমের সংকেত বুঝাই পাশের মানবীরে,
প্রত্যুষে ফরজগোসল সেরে পুত্রের মাথায় আদয় দিয়ে চলে যাই কলেজের ডায়াসে,
ফুরফুরে ভাষণে যুবক ছাত্রের মনগুলোকে চাঙ্গা করে তুলি,
অথচ আমার ভিতরে কষ্টের নদী, ক্রমাগত কুলকুল বয়ে যায়, ঘুণে পোকাড়া আমার
হৃদয় খাবলে খায়, আমাকে ক্ষয়ে ক্ষয়ে দেয়, নষ্ট করে দেয়,..
কেউ দেখেনা তা,
আমি কাউকে বলিনা, বলার বিশ্বাস পাইনা, বলার মানুষ পাইনা একটিও...

ভালোবেসে বেসে যে বেদনার পাহাড় গড়েছি আমি তার দায় আমার, কেবল আমার ...!!

০৭.০১.২০১৪
[ভালোবাসার দায় ]
শাফিক আফতাব....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.