আমাদের কথা খুঁজে নিন

   

বুধবারই নির্বাচিতদের গেজেট

অবশ্য সংসদ বহাল রেখে শপথ হলে একটি আসনে একই সময়ে দুজন সংসদ সদস্য থাকার জটিলতা দেখছে ইসি।

বুধবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যশোর-১ ও যশোর-২ আসন ছাড়া বাকি ২৯০ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আজই হচ্ছে। ”

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব বেলা ২টার পর বিজি প্রেসে ইসির অনুমোদিত গেজেটের কপি মুদ্রণের জন্য নিয়ে গেছেন। ৫টার মধ্যে কমিশনে তা পৌঁছাবে বলে ইসির প্রত্যাশা।

প্রার্থিতা বাতিলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসি সব বিষয় শেষ না হওয়া পর্যন্ত ওই দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রেখেছে বলেও জানান শাহনেওয়াজ।


দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে ১৩৯ জন নির্বাচিত হন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

এ সংসদে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং তরিকত ফেড়ারেশন, বিএনপি ও জেপি একটি করে আসন পেয়েছে।

নব নির্বাচিত সংসদ সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করার পর স্পিকার শপথ করা করান।

এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হন।

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসারও কথা রয়েছে।

জটিলতা নিয়ে নিরবতা

এদিকে সংসদ বহাল অবস্থায় শপথ করানো হচ্ছে কি-না তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন নিশ্চিত করে কিছু বলেনি। যদিও নির্বাচনকালীন সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কোনো আইনি জটিলতা দেখছেন না।

কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তো মনে হয়, কোনো জটিলতা থাকবে না। এ বিষয়টি আমাদের উপদেষ্টাকে [সাবেক আইনমন্ত্রী] জিজ্ঞেস করেন। তিনি ভালো বলতে পারবেন। ”

কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা শফিক আহমেদ কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে নির্বাচন কমিশন অথবা সংসদ সচিবালয়ের কাছে জানার পরামর্শ দেন তিনি।

সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমি এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নই। আমারও তা জানা নেই। যারা শপথ করাবেন ও যারা গেজেট করেছেন তারাই জানবেন। ”

ভোটের পর তিনদিনের মাথায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে ইসি। ফলাফল গেজেটাকারে প্রকাশের পর তিন দিনের মধ্যে শপথ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “গেজেট করেছি আমরা। রোববারের আগে কোনো বিষয় নিয়ে কিছু বলছি না। ”

দুই প্রার্থী বাদ

এর আগে মঙ্গলবার যশোর-১ ও যশোর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মনিরুল ইসলাম ও শেখ আফিল উদ্দীনকে কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচন কমিশন।

নির্বাচনী তদন্ত কমিটির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যস্থা নেয় সাংবিধানিক সংস্থাটি।

দুই প্রার্থীকে আলাদা কারণ দর্শানো নোটিসে বলা হয়, “৯১ ই অনুসারে দশম সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ নির্বাচনী এলাকার সদস্য পদে আপনার প্রার্থিতা কেন বাতিল করা হবে না তা আগামী ১০ দিনের মধ্যে ইসিতে দাখিল করতে হবে।

ইসির সামনে ব্যক্তিগতভাবে শুনানি দিতে চান কি-না তাও জানাতে বলেছে কমিশন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.