আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্কে দুলালের ‘খুনি‘ ভাড়াটে রাসেল গ্রেপ্তার

হত্যাকাণ্ডের ৩২ ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে রাসেল সিদ্দিকী (৩২) নামে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, রাসেল খুন করে অর্থকড়ি হাতিয়ে নেয়ার পর দেশে পালাতে চেয়েছিল। কিন্তু তার আগেই ধরা পড়েন।  

রাসেলের কাছে নগদ ২৪ হাজার ডলার পাওয়া গেছে। এই অর্থ তিনি লুট করেছিলেন বলে পুলিশের দাবি।

সোমবার রাতে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিউতে নিজের বাসভবনের বেসমেন্টে দুলালের (৫৭) গলা কাটা লাশ পাওয়া যায়।

দুলালের বাড়ির বেসমেন্টেই ভাড়া থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের রাসেল। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান মিলছিল না।

দুলালের ছোট ভাই ওই এলাকার বাসিন্দা হানিফ মাহমুদ আকবর হত্যাকাণ্ডের পর বলেছিলেন, রাসেলের সন্ধান পাওয়া গেলেই খুনের কূল-কিনারা পাওয়া যাবে।

চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুরের কারগিল গভর্নমেন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হোসেনের বড় ছেলে দুলাল ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে তিনি থাকতেন।

বাড়ির নিচ তলায় গহনার দোকান দিয়েছিলেন দুলাল। বছর দেড়েক আগে দোকান তুলে দিয়ে তা ভাড়া দেন ‘পিপল এন টেক’ নামে একটি কম্পিউটার সফটওয়্যার টেস্টিং টেইনিং ইনস্টিটিউটককে।

তবে এই ইনস্টিটিটিউট দিয়ে যাওয়া যায়, সেই রকম বেসমেন্টে স্থাপন করেছিলেন ‘চেক-ক্যাশ’ করার ব্যবসা। সেখানেই খুন হলেন দুলাল।

ওই স্থানটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় ছিল। তা থেকেই খুনি হিসেবে রাসেলকে সনাক্ত করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডে রাসেলের সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে।

ব্রুকলিনে বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ দুলালের জানাজা ১০ জানুয়ারি শুক্রবার ম্যাকডোনাল্ড এভিনিউতে হবে। এরপর তার লাশ দাফনের জন্যে সন্দ্বীপ পাঠানো হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।