আমাদের কথা খুঁজে নিন

   

অভাব আসছে ! হরতাল,অবরোধ ও শীতে কাঁপছে পঞ্চগড়



চলমান হরতাল অবরোধে থেমে গেছে পঞ্চগড়ের জনজীবন। কৃষক,শ্রমিক,পেশাজীবী, কর্মজীবী কেউই সস্তিতে নেই। সবার মুখে একই কথা কবে শেষ হবে এই অস্থিরতা। তার উপর জেকে বসেছে কনকনে শীত। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছেনা।

হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় কুয়াশার চাদরে রাত দিন ডুবে থাকে উত্তরের এই জনপদ। সর্দি/জ্বর/কাশি শীতকালীন নানা অসুখে ভ’গছে পঞ্চগড়ের মানুষ। ভাল নেই গৃহস্থালীর গবাদি পশুরাও। শীতকালীন নানা অসুখে ভ’গছে তারাও। অভাবের জন্য মানুষ প্রয়োজনীয় শীতের কাপড়ও কিনতে পারছেনা ।

হরতাল অবরোধের কারনে কৃষকের উৎপাদিত শাক সবজির বেচা বিক্রী নেই । তার উপর প্রচন্ড শীতে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেত খামার। একজন কপি ও টমেটো চাষী বললেন হরতাল অবরোধের কারনে সবজী বিক্রী করতে পারছেন না বলে অনেক টাকাই লোকশান হয়ে যাবে। গ্রামের শ্রমিকদের অবস্থা আরও খারাপ। পঞ্চগড়ে এসময় পাথরের খনিতে কাজের সময়।

কিন্তু দেশের পরিস্থিতির জন্য কেউই পাথর খনি খুলছেন না । একজন পাথর শ্রমিক বল্লেন এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।
পরিবহন শ্রমিকরা একেবারেই বসা। তাদেরও অবস্থা সংকটাপন্ন। জমানো টাকা খরচ করে প্রায় শেষের দিকে।

একজন শিক্ষকের সাথে এ প্রসঙ্গে কথা হলে তিনি জানালেন,অদৃশ্য অভাবে পড়েছে পঞ্চগড়ের মানুষ। নুন্যতম শীতের কাপড়ও কিনতে পারছেনা তারা। অনেকেই আশংকা করছেন অভাবের তারনায় এই শান্তিপুর জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যেতে পারে।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।